বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সংসদে নিজের হাজিরা ১৩%, পঞ্চায়েত প্রধানদের পারফর্ম্যান্স যাচাই করবেন সেই অভিষেক

সংসদে নিজের হাজিরা ১৩%, পঞ্চায়েত প্রধানদের পারফর্ম্যান্স যাচাই করবেন সেই অভিষেক

কেতুগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাাধ্যায়। 

পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত লোকসভায় অভিষেকের হাজিরা মাত্র ১৩ শতাংশ। যেখানে দেশের গড় ৭৯ শতাংশ। রাজ্যের সাংসদদের গড় ৬৬ শতাংশ। এর মধ্যে ২০২২ সালের বাজেট অধিবেশন ও ২০২১ সালের বাজেট অধিবেশনে অভিষেকের হাজিরা মাত্র ৪ শতাংশ। 

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের পারফর্মেন্স ৩ মাস অন্তর খতিয়ে দেখবেন তিনি। মানুষকে ঠিক মতো পরিষেবা দিতে না পারলে পঞ্চায়েত প্রধানদের দল থেকে বহিষ্কারও করবেন। শুক্রবার রথযাত্রা কর্মসূচিতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে একথা বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পরিসংখ্যান বলছে, ২০১৪ সাল থেকে সাংসদ হিসাবে সংসদের নিজেরই হাজিরা মাত্র ১৩ শতাংশ।

এদিন অভিষেক বলেন, ‘পঞ্চায়েতে আপনি ভোট দিন। প্রত্যেক তিন মাস অন্তর পর্যালোচনা আমি করব। যদি কোনও পঞ্চায়েত প্রধান ভাবে আমি জিতে গিয়ে ৫ বছরের লাইসেন্স পেয়ে গেছি। ৩ মাস অন্তর অন্তর তার পারফর্মেন্সের পর্যালোচনা আমি নিজে করব। ৩ মাস যদি মানুষকে ঠিক মতো পরিষেবা দেয় তাহলে আপনার সময়সীমা বাড়বে। নইলে আপনাকে বহিষ্কার করতে একবারের জন্য ভাবব না। গত ৬ মাসে আমি নিজে ফোন করে ৫টা পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করিয়েছি। যা বলি, তা করি’।

পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত লোকসভায় অভিষেকের হাজিরা মাত্র ১৩ শতাংশ। যেখানে দেশের গড় ৭৯ শতাংশ। রাজ্যের সাংসদদের গড় ৬৬ শতাংশ। এর মধ্যে ২০২২ সালের বাজেট অধিবেশন ও ২০২১ সালের বাজেট অধিবেশনে অভিষেকের হাজিরা মাত্র ৪ শতাংশ। ২০২০ সালের বাদল অধিবেশনে একদিনও হাজির ছিলেন না তিনি। যদিও তখন করোনার লকডাউন চলছিল গোটা দেশে। এছাড়া ২০১৯ সালের শীতকালীন অধিবেশনে অভিষেকের হাজিরা ছিল মাত্র ৫ শতাংশ। তাঁর সব থেকে বেশি হাজিরা ছিল ২০২১ সালের বাদল অধিবেশনে। ওই অধিবেশনে ৪১ শতাংশ দিন হাজির ছিলেন তিনি।

সংসদের তথ্য আরও বলছে ৯ বছর লোকসভার সাংসদ হিসাবে মাত্র ২টি বিতর্কে অংশগ্রহণ করেছেন তিনি। যেখানে দেশের গড় ৪১.৫। রাজ্যের গড় ৩০.২। এখনো পর্যন্ত লোকসভায় ৬৭টি প্রশ্ন উত্থাপন করেছেন অভিষেক। এক্ষেত্রে দেশের গড় ১৭৬। রাজ্যের গড় ১১৯। প্রশ্ন উঠছে, জনপ্রতিনিধি হিসাবে যার নিজের পারফর্ম্যান্সের এই অবস্থা তিনি অন্যের পারফর্ম্যান্স যাচাই করবেন কোন অধিকারে?

 

বন্ধ করুন