বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Bengal: উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্য সমাবেশ

North Bengal: উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্য সমাবেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Saikat Paul)

ওই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বন্ধ চা–বাগান খোলা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা খাতে অসম ও বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দকৃত টাকা না পাওয়া, শ্রমিকদের পিএফ এবং আধার সংযোগের জন্য পরিকাঠামোর অভাব–সহ নানা বিষয়ে অভিষেক সরব হবেন।

সম্প্রতি জেলার সংগঠনে বেশ কিছু রদবদল ঘটিয়েছেন তিনি। তারপর কোচবিহার জেলার বিধায়ককে মন্ত্রিসভায় নিয়ে এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হয়েছে। দক্ষিণবঙ্গে সংগঠন অনেকটাই গুছিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত কমাতে তৃণমূল কংগ্রেস এবার পাখির চোখ করেছে উত্তরবঙ্গকে। তাই এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে খবর।

কবে উত্তরবঙ্গ যাচ্ছেন অভিষেক?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দলের শ্রমিক সংগঠনকে সামনে রেখে তিনি সেখানে সমাবেশ করবেন। উত্তরবঙ্গের চা–বলয়ে বিজেপির শক্তি রয়েছে মূলত শ্রমিকদের মধ্যে সংগঠনকে ঘিরেই। তাই নতুনভাবে গঠিত তৃণমূল কংগ্রেস চা–বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে আগামী ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে লক্ষাধিক মানুষের সমাবেশ করবে। সেখানেই যাবেন তিনি। উল্লেখ্য, শ্রমিক সংগঠনকে সামনে রেখে ইতিমধ্যেই হলদিয়ায় একটি সমাবেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর কী খবর মিলেছে?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে বেশি জোর দিচ্ছেন অভিষেক। তাই দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি–কে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছেন তিনি। তার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। একমাসের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ঠিক কী পরিকল্পনা করেছে আইএনটিটিইউসি নেতৃত্ব? সূত্রের খবর, চলতি সপ্তাহ থেকে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ির মোট ১৬৬টি চা–বাগানে গেট মিটিং শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বকে এখানে বিনা নোটিশে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ অগস্টের মধ্যে গেট মিটিং কর্মসূচি শেষ হবে। তারপর ৯ সেপ্টেম্বর জলপাইগুড়ির মালবাজারে চা–বাগান সংগঠনের সম্মেলন হবে। ১০ তারিখ মালবাজার ন্যাশনাল ক্লাব ময়দানে হবে প্রকাশ্য সমাবেশ। ওই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বন্ধ চা–বাগান খোলা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা খাতে অসম ও বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দকৃত টাকা না পাওয়া, শ্রমিকদের পিএফ এবং আধার সংযোগের জন্য পরিকাঠামোর অভাব–সহ নানা বিষয়ে অভিষেক সরব হবেন বলে মনে করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চা সুন্দরী প্রকল্প, বিনামূল্যে রেশন–সহ নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথাও তুলে ধরবেন তিনি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.