বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kalbaishakhi: বর্ধমানে অভিষেকের নবজোয়ারে এল কালবৈশাখী, ঝড়ে আটকে গেল কনভয়

Kalbaishakhi: বর্ধমানে অভিষেকের নবজোয়ারে এল কালবৈশাখী, ঝড়ে আটকে গেল কনভয়

বর্ধমানে নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ANI Photo) (Shyamal Maitra)

গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমানে এদিন কালবৈশাখী তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল। প্রবল হাওয়া বইতে থাকে। সেই সঙ্গেই বৃষ্টি। আর সেই ঝড়ের মাঝেই আটকে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়।

গোটা বাংলা জুড়ে কালবৈশাখীর তাণ্ডব। তছনছ হয়ে গেল চারদিক। আর তার মাঝেই আটকে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়। এদিন মঙ্গলকোটের নতুনহাটে সভা ছিল অভিষেকের। সেই পথেই যাচ্ছিলেন তিনি। ভাতারের রোড শো শেষ করে তিনি মঙ্গলকোটের পথে যাচ্ছিলেন। আর তখনই বড় বিপর্যয়।মাঝেই উঠল কালবৈশাখী। চারপাশে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। ঘণ্টা খানেক অভিষেকের কনভয় আটকে থাকে বলে খবর। এদিকে সূত্রের খবর, প্রবল ঝড়ের জেরে সভার কাজও কার্যত বানচাল হয়ে যায়। যে যেদিকে পারেন আশ্রয় নেন।

গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমানে এদিন কালবৈশাখী তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল। প্রবল হাওয়া বইতে থাকে। সেই সঙ্গেই বৃষ্টি। আর সেই ঝড়ের মাঝেই আটকে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়। এদিন তিনি নবজোয়ার কর্মসূচি পালনের জন্য় বর্ধমানে ছিলেন। সভার দিকে এগোচ্ছিল তাঁর কনভয়। কিন্তু কিছুটা যাওয়ার পরেই শুরু হয় প্রবল ঝড়। এরপর আর ঝুঁকি নিতে পারেননি তিনি।

সূত্রের খবর, ওই রাস্তায় একের পর এক গাছের ডাল ভেঙে পড়ে। এমনকী একাধিক হোর্ডিং, বিদ্য়ুতের খুঁটি উপড়ে যায়। এর জেরে যান চলাচল বিপর্যস্ত হয়ে যায়। তার জেরেই আটকে পড়ে কনভয়।

এদিকে গোটা রাজ্য়ের বিভিন্ন জেলাতেই এদিন ঝড়ের দাপট। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাতেও শুরু হয়েছিল ঝড়। মহানগরীতে একাধিক গাছ উপড়ে গিয়েছে। গাছ গিয়ে পড়ে গাড়ির উপর। বিদ্যুতের তার ছিঁড়ে যায়। রাস্তা অবরূদ্ধ হয়ে যায়। বহু লাইনে বিদ্যুতের তার ছিঁড়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সব মিলিয়ে সোমবার সপ্তাহের প্রথম দিনই ভয়াবহ কালবৈশাখীর দাপট দেখল বাংলা।

 

বন্ধ করুন