বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: স্ত্রীর বিদেশযাত্রায় EDর বাধা, পালটা প্রাদেশিকতার তাস খেললেন অভিষেকStory

Abhishek Banerjee: স্ত্রীর বিদেশযাত্রায় EDর বাধা, পালটা প্রাদেশিকতার তাস খেললেন অভিষেকStory

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমার স্ত্রী যে বিদেশে যাচ্ছেন তা ৩ জুন চিঠি দিয়ে ইডিকে জানিয়েছিলাম। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে তার দরকার ছিল না। আমি ভদ্রতা করে করেছি। জানিয়েছিলাম ৫ – ১৩ তারিখ আমার স্ত্রী বিদেশে থাকবেন। প্রায় ১২ মাস তাকে ডাকেনি। আর ৫ তারিখে সমন দিয়ে ৮ তারিখে ডেকেছে।

স্ত্রীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে ফের প্রাদেশিকতার কার্ড খেললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তুমুল আক্রমণ করেন তিনি। প্রশ্ন তোলেন লুক আউট নোটিশ জারি থাকলে কী করে গত সেপ্টেম্বরে আমার স্ত্রী আমার সঙ্গে বিদেশে গেলেন?

এদিন অভিষেক ছিলেন দৃশ্যতই উত্তেজিত। তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। সুপ্রিম কোর্টের গাইডলাই এরা মানে না। ২০২২ সালের ১৭ মে আমার দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছিল, আমাকে কলকাতায় জেরা করতে হবে। আর তার আগে রাজ্যের মুখ্যসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিতে হবে। এছাড়া ইডি আর কিছু করতে পারবে না। ১৭ অক্টোবর ২০২২ সালে সলিসিটর জেনারেল আদালতে স্পষ্ট জানিয়েছিলেন, আমাদের গতিবিধিতে কোনও বাধা থাকবে না। কড়া পদক্ষেপ করবে না ইডি’।

অভিষেক জানান, ‘আমার স্ত্রী যে বিদেশে যাচ্ছেন তা ৩ জুন চিঠি দিয়ে ইডিকে জানিয়েছিলাম। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে তার দরকার ছিল না। আমি ভদ্রতা করে করেছি। জানিয়েছিলাম ৫ – ১৩ তারিখ আমার স্ত্রী বিদেশে থাকবেন। আপনি ৩ তারিখ বা তার পরে কখনও সমন পাঠাতে পারতেন। প্রায় ১২ মাস তাকে ডাকেনি। আর ৫ তারিখে সমন দিয়ে ৮ তারিখে ডেকেছে। সারা বছর এরা ডাকার সময় পায় না’।

অভিষেকের দাবি, ‘যবে থেকে যাত্রা শুরু হয়েছে যে করে হোক যাত্রাটাকে বিঘ্নিত করতে হবে। কী করে হয়রান করা যায়। কী করে আমাকে মানসিকভাবে বিপর্যন্ত করে ফেলা যায়। এসব করে কোনও লাভ নেই। আমাদের মেরুদণ্ডটা সোজা। আমার ৩ বছরের ছেলে আর ৯ বছরের মেয়েকেও আটকেছে। তাদের অপরাধ, তারা আমার সন্তান’।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ইডি সিবিআই লাগাচ্ছেন। সারদা থেকে SSC অনেক চেষ্টা করেও পারছেন না। এত বছর ধরে কীসের তদন্ত। কয়লার তদন্ত চলছে ৩ বছর হল। আমি তো বলছি আমাকে গ্রেফতার করুন। কোনও প্রমাণ পেশ করতে পারলে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন। আমি দিল্লির গদ্দারদের কাছে বা বহিরাগতদের কাছে মাথানত করব না’।

 

বন্ধ করুন