বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'প্রধানমন্ত্রীর চুপ কেন?' মতুয়া মন জয় করতে বাংলাদেশ ইস্যুতে BJP-কে তুলোধোনা

'প্রধানমন্ত্রীর চুপ কেন?' মতুয়া মন জয় করতে বাংলাদেশ ইস্যুতে BJP-কে তুলোধোনা

অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি) (HT_PRINT)

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে প্রচারে গিয়ে অভিষেক বলেন, ‘মানুষের আবেগ নিয়ে বেইমানি করেছে বিজেপি, তাই বিজেপিকে একটাও ভোট নয়।’

মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর হিংসা প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ইস্যুতে পালটা বিজেপিকেই বিঁধলেন অভিষেক। তাঁর প্রশ্ন, বাংলাদেশ নিয়ে কেন নীরব রয়েছেন প্রধানমন্ত্রী? উল্লেখ্য, দক্ষিণবঙ্গে বিজেপির বড় ভরসা 'মতুয়া ভোটাররা'। শান্তিপুরেও উল্লেখযোগ্য মতুয়া ভোট রয়েছে। নির্বাচনে এই আসন থেকে জিতেছিলেন জগন্নাথ সরকার। তবে পরে তিনি পদত্যাগ করলে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে প্রচারে এসে অভিষেক এদিন বলেন, 'মানুষের আবেগ নিয়ে বেইমানি করেছে বিজেপি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। একটা দল ধর্মের নামে ভোট চাইছে। গত সাত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর দল সনাতন ধর্মের জন্য কী করেছে, হিন্দুধর্মের জন্য কী করেছে, তার তথ্য পরিসংখ্যান দিক।'

তিনি কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়েননি অভিষেক। বলেন, 'সিবিআই-এর ভয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি চুপ করে বসে আছে। কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিও তারা আটকাতে পারছে না। মানুষের আবেগের সঙ্গে বেইমানি করব না। সবাইকে বলব, এটা শুধু শান্তিপুরের নির্বাচন নয়, গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে।'

এদিকে বাংলাদেশে হিংসা নিয়ে বলতে গিয়ে সরাসরি মোদীর দিকে প্রশ্নবাণ নিক্ষেপ করেন অভিষেক। বলেন, 'ভোটের আগে তো প্রধানমন্ত্রী বাংলাদেশ গেলেন। জয় বাংলা স্লোগান দিলেন। এখন তিনি চুপ কেন? বাংলায় কিছু হলেই স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দল পাঠান। এখন কেন বাংলাদেশে কোনও দল পাঠানো হচ্ছে না কেন?'

বন্ধ করুন