বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: SSC দুর্নীতির সব থেকে বড় সুবিধাভোগী শুভেন্দু: অভিষেক

Abhishek Banerjee: SSC দুর্নীতির সব থেকে বড় সুবিধাভোগী শুভেন্দু: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেকের প্রশ্ন, ‘আমি কতবার বাইরে গিয়েছি সেই তথ্য শুভেন্দু অধিকারীর হাতে কী করে আসে? আমি তো তথ্য ইডিকে দিয়েছি। সেই তথ্য আমার ইডির মধ্যে থাকবে’।

SSC দুর্নীতির সব থেকে সুবিধাভোগীর নাম শুভেন্দু অধিকারী। সোমবার রাতে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্ত্রীকে ED বিদেশযাত্রায় বাধা দেওয়ায় সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে তাঁর পরিবারকে প্রতিষ্ঠিত চোর বলেন শুভেন্দু। রাতে পালটা সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে ত্রিপল চোর বললেন অভিষেক।

এদিন অভিষেক বলেন, ‘SSC দুর্নীতিতে সব থেকে বড় সুবিধাভোগী যদি কেউ থাকে তার নাম শুভেন্দু অধিকারী। পার্থ চ্যাটার্জির থেকেও বড় সুবিধাভোগী। নিজের পরিবার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। ত্রিপল চুরিতে অভিযুক্তদের থেকে আমাদের সততার ভাষণ শুনতে হবে? সব জায়গা থেকে ও টাকা তুলেছে। সুদীপ্ত সেন চিঠিতে ওর নাম করেছে। নারদ ভিডিয়োয় ওক টাকা নিতে দেখা গিয়েছে’।

সঙ্গে অভিষেকের প্রশ্ন, ‘আমি কতবার বাইরে গিয়েছি সেই তথ্য শুভেন্দু অধিকারীর হাতে কী করে আসে? আমি তো তথ্য ইডিকে দিয়েছি। সেই তথ্য আমার ইডির মধ্যে থাকবে’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক। বলেন, আপনার বয়স আমার দ্বিগুণ। ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। আমার স্ত্রী সন্তানদের গ্রেফতার করুন। তবু মাথা নোয়াব না।

বন্ধ করুন