পঞ্চায়েত ভোটের মুখে ফের রাজ্য রাজনীতিতে ক্ষমতা জাহিরের কেন্দ্র হয়ে উঠল নন্দীগ্রাম। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে এবার সেখানে মহামিছিল করতে চলেছে বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। আগামী ২০ জুন সেখনে মিছিল করবেন তিনি। এমনই জানিয়েছেন বিজেপি নেতা প্রলয় পাল।
নব জোয়ার যাত্রার অংশ হিসাবে বৃহস্পতিবার নন্দীগ্রামে ২০ কিলোমিটার পদযাত্রা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এছাড়া শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় নিহত শেখ ইরসাফিলের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি।
বিজেপি নেতা প্রলয় পাল জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষ যে তাদের সঙ্গেই রয়েছেন তা জানান দিতে আগামী ২০ জুন সেখানে মহামিছিল করবে বিজেপি। দু’একদিনের মধ্যেই পুলিশি অনুমতি চেয়ে আবেদন করা হবে। আর মিছিল হবে স্থানীয় মানুষদের নিয়ে।
তিনি বলেন, পুলিশ বা বহিরাগত দিয়ে মিছিল ভরিয়ে অনেকে নন্দীগ্রামের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিজেপি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তবে এই মিছিল কোথা থেকে কোথায় যাবে তা এখনো জানা যায়নি। প্রলয়বাবু জানান, পরিকল্পনা চূড়ান্ত হলে জানানো হবে।