বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: কুর্মিরা তৃণমূলকে কোনও দিন ভোট দেননি, বিক্ষোভের মুখে পড়ে বললেন অভিষেক

Abhishek Banerjee: কুর্মিরা তৃণমূলকে কোনও দিন ভোট দেননি, বিক্ষোভের মুখে পড়ে বললেন অভিষেক

কুর্মিদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক। 

কিন্তু কনভয়ের অন্য গাড়িগুলি বেরোতে পারেনি। এর পর জামদা এলাকায় অভিষেকের কনভয় ঘেরাও করেন আন্দোলনকারীরা।

বাঁকুড়া সফরে ফের ছন্দপতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রথযাত্রায়। মঙ্গলবার বাঁকুড়ায় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন কুর্মিরা। গাড়ি থেকে কুর্মিদের অভিযোগ শোনেন অভিষেক। তবে তৃণমূলের দাবি, অভিষেকের সঙ্গে কোনও দুর্ব্যবহার করেননি কুর্মিরা।

মঙ্গলবার বাঁকুড়ার সিমলিপালের সভা বাতিল করে খাতড়ার দিকে এগোচ্ছিল অভিষেকের কনভয়। তখন লক্ষ্মীসাগর এলাকায় তাঁকে ঘাঘর ঘেরা করার পরিকল্পনা করেন কুর্মিরা। কিন্তু পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ফলে অভিষেকের গাড়িটি বেরিয়ে যায়। কিন্তু কনভয়ের অন্য গাড়িগুলি বেরোতে পারেনি। এর পর জামদা এলাকায় অভিষেকের কনভয় ঘেরাও করেন আন্দোলনকারীরা। তাঁদের সঙ্গে কথোপকথনের সময় অভিষেক বলেন, ‘কুর্মিরা কখনও তৃণমূলতে ভোট দেননি। তাই বাঁকুড়া পুরুলিয়ায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে দলের পরাজয় হয়েছে।’

অভিষেকের এই মন্তব্যে ক্ষুব্ধ কুর্মিরা বিক্ষোভ দেখাবেন বলে ঘোষণা করেছেন। যদিও তৃণমূলের দাবি, কুর্মিদের কোনও আপত্তিকর মন্তব্য করেননি অভিষেক। কুর্মিরাও তাঁর সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। অভিষেকের সঙ্গে কুর্মি আন্দোলনকারীদের সাক্ষাতের পর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সকলের নজর জল এবার কোন দিকে গড়ায়। নব জোয়ার কর্মসূচির অঙ্গ হিসাবে বর্তমানে বাঁকুড়ায় রয়েছেন অভিষেক।

 

বন্ধ করুন