বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: আবার প্রশাসনিক বৈঠক করতে চলেছেন অভিষেক, ডায়মন্ডহারবারে কবে হবে?

Abhishek Banerjee: আবার প্রশাসনিক বৈঠক করতে চলেছেন অভিষেক, ডায়মন্ডহারবারে কবে হবে?

xঅভিষেক বন্দ্যোপাধ্যায়। (HT_PRINT)

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সবসময় বিশেষ নজরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসের সময় ডায়মন্ড হারবার এলাকা জুড়ে দুঃস্থ মানুষদের খাবার পৌঁছে দেওয়া হয়েছিল। যুব সমাজকে বার্তা দিতে প্রত্যেক বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা করা হয়। 

জানুয়ারি মাসে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আবার প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই মাসেই তাঁর ত্রিপুরা এবং মেঘালয়ে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই দুই রাজ্যে যাওয়ার কথা বলে সূত্রের খবর। তার মধ্যেই নিজের লোকসভা কেন্দ্রে প্রশাসনিক বৈঠক করবেন বলে খবর।

কেন এমন বৈঠকের সিদ্ধান্ত?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। তাই নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে এই বৈঠক করতে চান তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষজন সব সামাজিক প্রকল্প পেয়েছেন কিনা এবং তাঁর লোকসভা কেন্দ্রে কোনও কাজ বাকি আছে কিনা সেটা খতিয়ে দেখতেই এই বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুরসভা এলাকার কাউন্সিলররা, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠকটি হবে বজবজ–২ ব্লকের নোদাখালি এলাকায়। ২০২২ সালের ১৪ নভেম্বর ডায়মন্ড হারবার পুরসভা এলাকার রবীন্দ্রভবনে এমন বৈঠক করেছিলেন অভিষেক।

কবে বৈঠক করবেন অভিষেক?‌ সূত্রের খবর, জানুয়ারি মাসের ১৭–১৮ তারিখ মেঘালয় সফরে যাবেন তিনি। উত্তর–পূর্বাঞ্চলের আর এক রাজ্য ত্রিপুরাতেও যেতে পারেন তিনি। এমনকী জানুয়ারি মাসেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। তাই ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকের দিনক্ষণ এখনও স্থির করা হয়নি। ডায়মন্ড হারবারে সাংসদ নিজের যাবতীয় কর্মসূচি চূড়ান্ত করার পরেই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের দিনক্ষণ জানাবেন।

আর কী জানা যাচ্ছে?‌ নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সবসময় বিশেষ নজরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসের সময় ডায়মন্ড হারবার এলাকা জুড়ে দুঃস্থ মানুষদের খাবার পৌঁছে দেওয়া হয়েছিল। যুব সমাজকে বার্তা দিতে প্রত্যেক বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা করা হয়। নিজের লোকসভা কেন্দ্রের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছেন সাংসদ। ‘এক ডাকে অভিষেক’ গত বছর থেকেই এই হেল্পলাইন শুরু হয়েছে। নিচুতলার গ্রামীণ উন্নয়নের খোঁজ খবর নেন গত ১১ বছর ধরেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.