জানুয়ারি মাসে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আবার প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই মাসেই তাঁর ত্রিপুরা এবং মেঘালয়ে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই দুই রাজ্যে যাওয়ার কথা বলে সূত্রের খবর। তার মধ্যেই নিজের লোকসভা কেন্দ্রে প্রশাসনিক বৈঠক করবেন বলে খবর।
কেন এমন বৈঠকের সিদ্ধান্ত? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। তাই নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে এই বৈঠক করতে চান তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষজন সব সামাজিক প্রকল্প পেয়েছেন কিনা এবং তাঁর লোকসভা কেন্দ্রে কোনও কাজ বাকি আছে কিনা সেটা খতিয়ে দেখতেই এই বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুরসভা এলাকার কাউন্সিলররা, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠকটি হবে বজবজ–২ ব্লকের নোদাখালি এলাকায়। ২০২২ সালের ১৪ নভেম্বর ডায়মন্ড হারবার পুরসভা এলাকার রবীন্দ্রভবনে এমন বৈঠক করেছিলেন অভিষেক।
কবে বৈঠক করবেন অভিষেক? সূত্রের খবর, জানুয়ারি মাসের ১৭–১৮ তারিখ মেঘালয় সফরে যাবেন তিনি। উত্তর–পূর্বাঞ্চলের আর এক রাজ্য ত্রিপুরাতেও যেতে পারেন তিনি। এমনকী জানুয়ারি মাসেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। তাই ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকের দিনক্ষণ এখনও স্থির করা হয়নি। ডায়মন্ড হারবারে সাংসদ নিজের যাবতীয় কর্মসূচি চূড়ান্ত করার পরেই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের দিনক্ষণ জানাবেন।
আর কী জানা যাচ্ছে? নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সবসময় বিশেষ নজরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসের সময় ডায়মন্ড হারবার এলাকা জুড়ে দুঃস্থ মানুষদের খাবার পৌঁছে দেওয়া হয়েছিল। যুব সমাজকে বার্তা দিতে প্রত্যেক বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা করা হয়। নিজের লোকসভা কেন্দ্রের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছেন সাংসদ। ‘এক ডাকে অভিষেক’ গত বছর থেকেই এই হেল্পলাইন শুরু হয়েছে। নিচুতলার গ্রামীণ উন্নয়নের খোঁজ খবর নেন গত ১১ বছর ধরেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup