বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: বাঁকুড়ায় নবজোয়ার যাত্রা, অভিষেককে ঘেরাও করতে পারে কুড়মিরা

Abhishek Banerjee: বাঁকুড়ায় নবজোয়ার যাত্রা, অভিষেককে ঘেরাও করতে পারে কুড়মিরা

বাঁকুড়ায় তালড্যাংরা থেকে রায়পুর যাওয়ার পথে তাঁকে ঘেরাও করা হতে পারে।

মাঝে কিছুদিন বন্ধ ছিল কুড়মিদের আন্দোলন। কিন্তু গত সপ্তাহ থেকে আবার তা শুরু হয়েছে। তফসিল উপজাতির স্বীকৃতি-সহ একধিক দাবিতে আন্দোলন চালাচ্ছে কুড়মি জনজাতির মানুষ।

সোমবার থেকে নবউদ্যমে 'নবজোয়ার' যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ইন্দাসে। মঙ্গলবার বিষ্ণুপুর থেকে তালড্যাংরা হয়ে রায়পুর যাওয়ার কথা তাঁর। কিন্তু তাঁর এই যাত্রাপথে অভিষেক ঘেরাও করতে পারে কুড়মিরা। গোয়েন্দা সূত্রে তেমনই খবর রয়েছে। তাই বাড়ানো হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদের নিরাপত্তা।

পুলিশ সূত্রে খবর, বাঁকুড়ায় তালড্যাংরা থেকে রায়পুর যাওয়ার পথে তাঁকে ঘেরাও করা হতে পারে। কুড়মিদের নেতা রাজেশ মাহাতো ইতিমধ্যেই ওই ঘেরাওয়ের হুমকি দিয়ে রেখেছেন। তবে কোথায়, কখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করা হবে তা তিনি কিছু বলেননি। পুলিশের গোয়েন্দারা মনে করছে, তালড্যাংরা থেকে রায়পুর যাওয়ার পথে তাঁকে ঘেরাও করে বিক্ষোভে দেখাতে পারে। আবার অন্য একটি সূত্রে জানা যাচ্ছে, রায়পুর থেকে খাতড়া যাওয়ার পথে তাঁকে আটকানো হতে পারে। কী ভাবে আটকানো হবে তার প্রস্তুতি সেরে ফেলেছে আন্দোলনকারীরা বলে জানা গিয়েছে।

মাঝে কিছুদিন বন্ধ ছিল কুড়মিদের আন্দোলন। কিন্তু গত সপ্তাহ থেকে আবার তা শুরু হয়েছে। তফসিল উপজাতির স্বীকৃতি-সহ একধিক দাবিতে আন্দোলন চালাচ্ছে কুড়মি জনজাতির মানুষ। সোমবার 'আদিবাসী সেঙ্গেল অভিযান' ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে। উত্তর দিনাজপুরে এই বন্ধের ভালই প্রভাব পড়েছে।

দ্বিতীয় দফার কর্মসূচিতে অভিষেক ইন্দাস, কোতুলপুর, জয়পুর হয়ে বিষ্ণুপুর যাবেন। ২৩ তারিখ বাঁকুড়াতেই কর্মসুচি রয়েছে অভিষেকের। ২৪ মে দুপুর পর্যন্ত থেকে ওই দিন পুরুলিয়া রওনা দেবেন তিনি। তার পর যাবেন ঝাড়গ্রাম।

(পড়তে পারেন। রামপুরহাট হাসপাতালের দালাল চক্র নিয়ে সরব শতাব্দী, মদনের পথে আর কারা?)

বন্ধ করুন