রাজ্যে জেলায় জেলায় যখন ছাত্র – ছাত্রীদের ট্যাব কেনার টাকা চলে যাচ্ছে প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন উলটো কাণ্ড মুর্শিদাবাদে। সেখানে শিক্ষা দফতরের ভুলে ২ বার করে ট্যাব কেনার টাকা পেয়ে গিয়েছেন কয়েক হাজার পড়ুয়া। টাকা ফেরত পেতে এখন তাণ্ডব চলছে মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরে। ওদিকে ট্যাবের টাকা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী।
আরও পড়ুন - মত্ত অবস্থায় ঘরে ঢুকে প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগ, খাস কলকাতায় গ্রেফতার সিভিক
পড়তে থাকুন - আরজি কর হাসপাতালে এবার নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তুলকালাম কাণ্ড ঘটল
জানা গিয়েছে মুর্শিদাবাদের ১৭টি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪,৮৪১ জন ছাত্রছাত্রী ২ বার করে ট্যাবের ১০ হাজার টাকা পেয়েছেন। যার ফলে তহবিল থেকে অতিরিক্ত ৪ কোটি ৮৪ লক্ষ টাকা বেরিয়ে গিয়েছে। যার ফলে বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা পাঠাতে পারছে না শিক্ষা দফতর।
পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক অমরকুমার শীল। তিনি যে ১৭টি ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল তাদের চিঠি দিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ রাখতে বলেছেন। সঙ্গে টাকা ফেরতের প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েছেন তিনি। চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকদেরও।
আরও পড়ুন - নানুরের চণ্ডীদাস কলেজে চটুল নাচ ছাত্রছাত্রীদের, উড়ছে টাকা, নবীনবরণ ঘিরে বিতর্ক
প্রশ্ন উঠছে, টাকা পেয়েই যারা ইতিমধ্যে তা তুলে খরচ করে ফেলেছে তাদের কাছ থেকে কী করে টাকা ফেরত নেবে শিক্ষা দফতর? দোষী কর্মচারীদের বিরুদ্ধে কি কোনও পদক্ষেপ করবে শিক্ষা দফতর?