দিল্লির সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসায় এখনও নিখোঁজ ৭০০ মানুষ। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লির দাঙ্গার জন্য সরাসরি বিজেপিকেই নিশানা করেছেন মমতা। গত কয়েক দিনের মতো বুধবারও তিনি শাসকদলের প্রতি আক্রমণ শানিয়ে বলেন, ‘দিল্লির দিল্লির পরিস্থিতি এখন দুঃখজনক। অজস্র মনানু। গৃহহীন হয়েছেন। স্তূপীকৃত মৃতদেহ জমেছে। নর্দমা থেকে দেহ উদ্ধার হচ্ছে। সাতশো মানুষের এখনও সন্ধান নেই।’
এ দিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী ফের দিল্লির হিংসাত্মক ঘটনাবলীকে ‘গণহত্যা’ বলে দাবি করেন। তাঁর কথায়, ‘দাঙ্গা বলে চালানোর চেষ্টা হলেও আসলে গণহত্যাই হয়েছে। ওটাকে কখনও দাঙ্গা বলবেন না। সব জায়গায় প্রচার করুন যে ওটা গণহত্যা হয়েছে।’
সম্প্রতি তাঁর কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যূত হবে। তার জবাবে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে দিল্লি সামলান। তার পরে বাংলা নিয়ে চিন্তাভাবনা করবেন।’
বিজেপি সমর্থকদের একাংশের ‘গোলি মারো’ স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এ দিন মমতা বলেন, ‘কোন সাহসে রাস্তায় গোলি মারো বলে চেঁচাচ্ছে?’
এই বিতর্কিত স্লোগান দেওয়ার কারণে ইতিমধ্যে পুলিশ ধরপাকড় শুরু করেছে বলেও জানান মমতা। উল্লেখ্য, এখনও পর্যন্ত ওই স্লোগান দেওয়ার জেরে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।