বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Accident: ডোমজুড়ে ভয়াবহ দুর্ঘটনা, পথচারীদের উপর উঠে গেল ট্রাক, মৃত ৩

Accident: ডোমজুড়ে ভয়াবহ দুর্ঘটনা, পথচারীদের উপর উঠে গেল ট্রাক, মৃত ৩

হাওড়ায় ধাক্কা ট্রাকের, মৃত্যু তিনজনের। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

বাসিন্দাদের দাবি, আসলে ওই ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সেই মদের ঘোরেই তিনি একের পর এক গাড়িকে ধাক্কা দিতে শুরু করেন।

ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার ডোমজুড়ে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজন পথচারী ও এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তিনজনের। ভয়াবহ পরিস্থিতি। একাধিক গাড়িকেও ধাক্কা দিয়েছে ঘাতক ট্রাকটি। এই দুর্ঘটনার জেরে প্রচন্ড চাঞ্চল্য় ছড়ায় এলাকায়। দুর্ঘটনার জেরে রাস্তায় দীর্ঘক্ষণ যানজট ছিল। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঠিক কীভাবে এত বড় দুর্ঘটনা হল?

সূত্রের খবর, এদিন সন্ধ্য়ায় ডোমজুড়ে দ্রুতগতি একটি ট্রাক ধেয়ে আসছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে দুজন পথচারীকে ধাক্কা দেয় ট্রাকটি। এরপর দুজন সাইকেল আরোহী যাচ্ছিলেন। তারা কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি তাদেরও ধাক্কা দেয়। এরপর অপর একটি ম্যাটাডোরকেও ধাক্কা দেয় ট্রাকটি। এরপর একটি পিক আপ ভ্য়ানকেও ধাক্কা দেয় ট্রাকটি। কার্যত ভরা রাস্তায় একেবারে তাণ্ডব চালিয়েছে। 

বাসিন্দাদের দাবি, আসলে ওই ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সেই মদের ঘোরেই তিনি একের পর এক গাড়িকে ধাক্কা দিতে শুরু করেন। 

মৃতদের মধ্য়ে একজনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম আজিজুল মোল্লা। তিনি ভূপতিনগরের বাসিন্দা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ঘাতক ট্রাকটি এসে ধাক্কা দেয়। একেবারে ছিটকে পড়েন তিনি। ইতিমধ্য়েই পুলিশ ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে। ট্রাকের চালককেও আটক করা হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা মারতে শুরু করে ট্রাকটি। এক সাইকেল আরোহীও যাচ্ছিলেন। তাকে ধাক্কা দেয় ট্রাকটি।  ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন তারা। প্রচন্ড আতঙ্ক ছড়ায় এলাকায়। সাধারণ মানুষও ছোটাছুটি শুরু করে দেন।  কিন্তু তারপরেও ট্রাক চালক  গাড়ি থামাননি। এরপর একের পর এক গাড়িতে ধাক্কা মারতে শুরু করে ট্রাকটি। প্রথমে একটি ম্যাটাডোরকে সজোরে ধাক্কা, তারপরেই একটি ছোট পিক আপ ভ্যানকে ধাক্কা দেয় ট্রাকটি। 

এদিকে ঘাতক ট্রাকটিও এদিন ক্ষতিগ্রস্ত হয় । বাসিন্দারাই জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়রাই ট্রাকের চালককে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন