বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'যেমন রাজ্যপাল তেমনই রাজ্য সরকার', সংঘাত নিয়ে কটাক্ষ অধীরের

'যেমন রাজ্যপাল তেমনই রাজ্য সরকার', সংঘাত নিয়ে কটাক্ষ অধীরের

অধীর চৌধুরী। নিজস্ব ছবি।

তাঁর কটাক্ষ, 'যেমন রাজ্যপাল তেমন রাজ্য সরকার। কেউ কম নয়।'

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয়। এরই মধ্যে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে দাবি করেছেন রাজ্যপালকে হাওড়া পুরসভার সংশোধনী বিলের সমস্ত নথি দিয়েছেন। অন্যদিকে, গতকাল রবিবার বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল। বিধানসভার অধ্যক্ষের এই দাবিকে অস্বীকার করে রাজ্যপাল পাল্টা দাবি করেছেন, তাঁকে কোনও রকমের নথি দেওয়া হয়নি। এবার এ নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকার উভয়কেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর কটাক্ষ, 'যেমন রাজ্যপাল তেমন রাজ্য সরকার। কেউ কম নয়।'

তিনি বলেন, 'রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করছে। একটি রাজ্যে একদিকের মাথা রাজ্যপাল আর অন্যদিকের মাথা রাজ্য সরকার । দুটি সাংবিধানিক সংস্থার মধ্যে এরকম চললে তা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করবে। এটা আমাদের দুর্ভাগ্য যে বাংলায় যেমন রাজ্যপাল তেমন রাজ্য সরকার। '

একুশের পুরভোটে শতাংশের বিচারে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস। বাকি পুরসভাগুলোতে ভোট এগিয়ে আসছে। এই অবস্থায় জেলায় জেলায় নিজেদের সংগঠনকে মজবুত করতে তৎপর হয়েছে কংগ্রেস। এই উদ্দেশ্যে রবিবার কান্দির মহলন্দী জি সি হাইস্কুলে কংগ্রেসের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেন অধীররঞ্জন চৌধুরী। সেখানেই এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা।

অন্যদিকে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ওসিকে হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি কোনও অন্যায় করেননি বলেই মন্তব্য করছেন অধীর চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ভরতপুরের বিধায়ক কী আর অন্যায় করেছেন! অন্যান্য তৃণমূল নেতারা তো ফোনে বলে। উনি তো সামনেই বলেছেন। এ রাজ্যে পুলিশের কোনও ক্ষমতা নেই। ডিজি থেকে শুরু করে হোমগার্ড সকলকেই তৃণমূল নেতাদের হুমকিতে চলতে হয়। সেই হুমকি কেউ ফোনে দিচ্ছে, কেউ প্রকাশ্যে দিচ্ছে। '

বাংলার মুখ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.