ভোটের ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। অধীরের অভিযোগ, কংগ্রেস করার জন্যই মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে। এই ঘটনার দায় তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন কংগ্রেস প্রার্থী। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেননি অধীর, ভাইরাল হওয়া ভিডিয়ো ফেক, দাবি পুলিশের
অভিযোগ, শনিবার রাতে কিছু মদ্যপ যুবক ওই এলাকার মহিলাদের হুমকি দিয়ে বলে, কংগ্রেস করলে তাদের আবাসনে থাকতে দেওয়া হবে না। মহিলারা তার প্রতিবাদ করলে তার মধ্যে একজনের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সেখানে গভীর রাতে ছুটে যান অধীর চৌধুরী। এদিকে, পুলিশও পৌঁছয়। পুলিশের এক অফিসার নির্যাতিতা মহিলার বয়ান নিলেও তা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, নিয়ম অনুযায়ী একজন নির্যাতিতার ক্ষেত্রে মহিলা পুলিশ থাকা উচিত। কিন্তু, ওই পুলিশ অফিসার নির্যাতিতা একা ঘরে ঢুকিয়ে বয়ান নিয়েছেন।
অধীর জানান, কংগ্রেস বহরমপুর পুরসভায় থাকাকালীন কেন্দ্রীয় আবাস যোজনায় এলাকার দরিদ্র মানুষদের জন্য আবাসন তৈরি করে দিয়েছিল। ১০-১২ হাজার টাকা বিনিময়ে সেই সমস্ত ঘরবাড়ি দরিদ্র মানুষদের দেওয়া হয়েছিল। অধীরের অভিযোগ, তৃণমূল কংগ্রেস হল জমি হাঙর। সেই আবাসনের উপরে এখন তাদের লোভ হয়েছে। তৃণমূল তাদের উচ্ছেদ করতে চাইছে। যেহেতু সেখানকার মানুষরা রাজনৈতিকভাবে শক্তিশালী নন, তাই তাদের উপরে অত্যাচার চলছে। সন্ধ্যা হলেই তৃণমূলের মাতালরা মদ্যপ অবস্থায় সেখানকার মহিলাদের কটুক্তি করছে। এমনকী হুমকি দিচ্ছে।
আর ভোট আসতেই সেখানে তাদের উপদ্রব বেড়ে গিয়েছে। মদ্যপ তৃণমূল কর্মীরা কংগ্রেস কর্মীদের অত্যাচার করার পাশাপাশি সেখানকার মহিলাদের শ্লীলতাহানি করার হুমকি দিচ্ছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের হরিজন বস্তিতে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় করা হয়েছিল। অধীরের অভিযোগ, তিনি সেখানে গেলে পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। সামগ্রিক ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায়। পাশাপাশি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে বলে অধীর জানিয়েছেন।
আগামী কাল ১৩ মে বহরমপুরে ভোট। অধীরের হুঁশিয়ারি, কোনও মহিলার ওপর অত্যাচার কংগ্রেস মেনে নেবে না। পাশাপাশি আগামীকাল কোনও বুথ দখল করতে দেখা দেওয়া হবে না। তাঁর চ্যালেঞ্জ তৃণমূল যদি কোনও বুথ দখল করে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।