বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অধীর–অভিষেক পরস্পরকে চ্যালেঞ্জ, রাজনীতি ছাড়তে যুযুধান প্রতিপক্ষের শর্ত কী?

অধীর–অভিষেক পরস্পরকে চ্যালেঞ্জ, রাজনীতি ছাড়তে যুযুধান প্রতিপক্ষের শর্ত কী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়-অধীররঞ্জন চৌধুরী

সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক। এমনকী মুর্শিদাবাদের তিনটি আসনই জিততে হবে বলে নেতা–কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। যার মধ্যে একটি প্রদেশ কংগ্রেস সভাপতির কেন্দ্র। আর তাতেই চটে গিয়ে আজ, রবিবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বহরমপুরের সাংসদ। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেকও।

অধীররঞ্জন চৌধুরীর গড় মুর্শিদাবাদের বহরমপুর। আর সেখানে এখন জনসংযোগ যাত্রায় এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক। এমনকী মুর্শিদাবাদের তিনটি আসনই জিততে হবে বলে নেতা–কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। যার মধ্যে একটি প্রদেশ কংগ্রেস সভাপতির কেন্দ্র। আর তাতেই চটে গিয়ে আজ, রবিবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বহরমপুরের সাংসদ। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেকও।

ঠিক কী বলেছেন অভিষেক?‌ তৃণমূলে নব জোয়ার কর্মসূচি নিয়ে বাংলার গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রায় এসে তিনি সরাসরি অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। আর বলেন, ‘‌২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪০টি আসন জেতার মানসিকতা নিয়ে ঝাঁপাতে হবে। মুর্শিদাবাদের তিনটি আসনেই জিততে হবে। কারণ এখানের কংগ্রেস বিজেপির বি–টিম। দশকের পর দশক কংগ্রেসকে উজাড় করে দিয়েছে মুর্শিদাবাদ। বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রীকে অধীর চৌধুরী একটিও চিঠি লিখেছেন দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’‌

ঠিক কী বলেছেন অধীর?‌ অভিষেকের এই মন্তব্য শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন কংগ্রেস সাংসদ। এই লক্ষ্যমাত্রার বিষয়ে অধীরের প্রশ্ন, সকলে এভাবে টার্গেট বেঁধে দিলে বাংলায় কংগ্রেস কি খই ভাজবে? এরপরই তিনি ক্ষোভ উগড়ে দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘‌মুর্শিদাবাদের তিনটি আসন ইতিমধ্যেই আমরা দখল করে নিয়েছি অভিষেককে জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রীকে স্পষ্ট করে বলছি, মুর্শিদাবাদের একটি আসনও আপনি পাবেন না লিখে রাখুন। আমি ওঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি, মুখ্য়মন্ত্রী আপনি আমার বিরুদ্ধে দাঁড়ান। অথবা অভিষেককেও দাঁড় করাতে পারেন। যদি তৃণমূলের কাছে অধীর চৌধুরী বহরমপুরে হারে আমি রাজনীতি করা ছেড়ে দেব।’‌

আর কী জানা যাচ্ছে?‌ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল দ্বিতীয় স্থানে। আর আসনটি জিতেছে বাম–কংগ্রেস জোট প্রার্থী কংগ্রেসের বাইরন বিশ্বাস। যাঁকে উন্নয়নের কাজে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন অভিষেক। আর বাইরনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড পাল্টা বলেন, ‘‌তৃণমূলের একটা আসন গেলে কিছু যায় আসে না। আপনি বঞ্চিত হবেন। আর একটা আসন পেলে আপনার অধিকারের টাকা আপনি পাবেন। আগামী দিনে ৪০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে হবে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন