বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘মমতা যাই বলুন না কেন রাজ্যে ভোটে TMC-র বিরুদ্ধে লড়ব’, বললেন অধীর

‘মমতা যাই বলুন না কেন রাজ্যে ভোটে TMC-র বিরুদ্ধে লড়ব’, বললেন অধীর

প্রদেশ সভাপতি বলেন,'রাজ্যে অবশ্যই আমরা ভোটে লড়াই করব। (টুইটার)

সোমবার তৃণমূল নেত্রী বলেন, কংগ্রেসকে তাঁরা সমর্থন করবেন, কিন্তু রাজ্যে তাদের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস লড়াই করবে তা হবে না।

তৃণমূল যাই মনে করুক না কেন রাজ্যে তাদের বিরুদ্ধে ভোটে লড়াই করবে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের প্রেক্ষিত এই প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধূরীর। সোমবার তৃণমূল নেত্রী বলেন, কংগ্রেসকে তাঁরা সমর্থন করবেন, কিন্তু রাজ্যে তাদের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস লড়াই করবে তা হবে না। সমর্থন প্রসঙ্গে তাঁর আরও প্রশ্ন, কর্ণাটক ভোটে বিজেপিকে হারাতে কংগ্রেসকে সমর্থনের কথা একবারও বলেছেন তৃণমূল নেত্রী?

প্রদেশ সভাপতি বলেন,'রাজ্যে অবশ্যই আমরা ভোটে লড়াই করব। যেখানে যেমন প্রয়োজন সে ভাবেই আমরা লড়াই করব।' তৃণমূল নেত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস জেতার পর এখন উনি মনে করছেন কংগ্রেসের সঙ্গে আপস না করে কাজ করতে পারবেন না। কিন্তু কর্ণাটক নির্বাচনের আগে কি তাঁকে বলতে শুনেছেন বিজেপিকে হারাতে কংগ্রেসকে ভোট দিন?' তাঁর আরও বক্তব্য,'বিজেপি বিরোধীদের সমর্থন করতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ ও বিহারে গিয়েছেন। কিন্তু তিনি কংগ্রেসকে সমর্থন করতে কর্ণাটকে গেলেন না কেন?'

প্রদেশ সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রার প্রসঙ্গ তুলে বলেন,'যখন সব বিরোধী নেতারা এই কর্মসূচির প্রশংসা করছেন, তখন মমতা একটি শব্দও উচ্চারণ করেননি।'

প্রসঙ্গত, তৃণমূল নেত্রী সোমবার বলেন, 'যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে ওদের সমর্থন করব। তবে ওদের অন্য দলকে সমর্থন করা উচিত।' এর পর কর্ণাটক প্রসঙ্গে টেনে মমতা বলেন,'আমরা কর্ণাটককে সমর্থন করব অথচ এখানে রোজ আপনারা আমাদের সঙ্গে লড়াই করবেন। এটা ঠিক নীতি নয়।' কর্ণাটকে কংগ্রেসের জয়লাভের শুভেচ্ছা জানিয়ে টুুইট করছিলেন মমতা,  কিন্তু সেই টুইটে কংগ্রেসের নাম উল্লেখ করেনি তিনি। (পড়তে পারেন। ঝড়বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি, পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মমতার

বন্ধ করুন