বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করার পর শক্তি প্রদর্শন করতে হলদিয়া গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হিন্দুদের ধর্মপালনে বাধা দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দোলে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে রবিবার বিকেলে হলদিয়ায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। এর পর জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা। সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন শুভেন্দুবাবু।
শুভেন্দুবাবু এদিন বলেন, হিন্দুদের ধর্ম পালনে বাধা দিচ্ছে এই সরকার। কলকাতার পার্ক সার্কাসে গেরুয়া ধ্বজ নিয়ে রাম নবমীর জন্য তহবিল সংগ্রহ করতে দিচ্ছে না পুলিশ। হাওড়ার শ্যামপুরে রাম নবমীর মিছিলের অনুমতি চাওয়ায় পুলিশ বলেছে লিখিত দিতে হবে যে ২ - ২.৫ হাজারের বেশি লোক হবে না। আর ডিজে বাজানো যাবে না। এভাবে সরকার কারও ধর্ম পালনের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। শ্যামপুরে লক্ষ লক্ষ হিন্দু থাকেন। তাঁরা সবাই মিছিলে আসবেন। এমনকী কোচবিহারে পুলিশের বিরুদ্ধে কীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দুবাবু।
এদিনের সভায় ফের হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন শুভেন্দুবাবু। বলেন তৃণমূল ৪৬ শতাংশ আর বিজেপি ৩৯ শতাংশ ভোট পেয়েছে। ৯৯ শতাংশ মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে। কিন্তু হিন্দুদের একটা বড় অংশ ভোটই দিতে যান না। তারা ভোট দিলে বিজেপির ভোট ৫ শতাংশ বাড়লেই খেলা ঘুরে যাবে।
যদিও এদিনের সভায় তাপসী মণ্ডলকে নিয়ে বিশেষ একটা শব্দ খরচ করতে শোনা যায়নি শুভেন্দুবাবুকে। সাংবাদিক বৈঠকের শেষে শুভেন্দুবাবু বলেন, শুভেন্দুর গড়ে ফাটল বলে ভ্রান্ত প্রচার চালানো হচ্ছে। নিজের গড়ে সিংহই থাকে।