পায়ুদ্বার দিয়ে শরীরে বাতাস ঢুকিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনা হাওড়ার বাউড়িয়ার। নিহত সাবির আলি হাওড়ার বাউড়িয়ার একটি চটকলের কর্মী। মজার ছলে তাঁকে পেটে জমা বায়ু বার করতে যন্ত্র দিয়ে পেটে হাওয়া ভরতে বলেছিলেন এক বন্ধু। রসিকতা বুঝতে না পেরে কারখানার যন্ত্র দিয়ে পায়ুছিদ্রের মাধ্যমে পেটে হাওয়া ঢুকিয়ে অন্ত্র ফেটে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গিয়েছে বছর পঞ্চান্নর সাবির বেশ কয়েকদিন ধরে অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন। কারখানায় তাঁর সহকর্মী এক ঘনিষ্ঠ বন্ধুকে সেকথা জানান তিনি। বন্ধু বলেন, ব্লোয়ার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে দেখ, সব হাওয়া হয়তো একবারে বেরিয়ে যাবে।
বন্ধুর সেই পরামর্শ শুনে সবার অগোচরে কারখানার বিদ্যুৎচালিত ব্লোয়ার মেশিন দিয়ে নিজের পায়ুদ্বার দিয়ে পেটে হাওয়া ঢোকান সাবির। এর ফলে প্রবল পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। বিষয়টি কারখানার লোকেদের জানালে তারা পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা এসে সাবিরকে উলুবেড়িয়া ESI হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মানিকতলা ESI হাসপাতালে পাঠানো হয়। সেখানে রবিবার রাতে মৃত্যু হয় প্রৌঢ়ের। চিকিৎসকরা জানিয়েছেন বাতাসের প্রবল চাপে বৃহদন্ত্র ফেটে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
যে বন্ধুর পরামর্শে সাবির এই কাণ্ড ঘটিয়েছেন তিনি বলেন, আমি তো মজা করে ওকে বলেছিলাম। ও যে সত্যি সত্যিই এমন কাণ্ড ঘটাবে কল্পনাও করতে পারিনি। এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার।