অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূলের রাজনীতিতে তিনি কেষ্ট মণ্ডল নামেই পরিচিত। দিন কয়েক আগেই একটি অনুষ্ঠানে তাঁকে বাঁশি হাতে দেখা গিয়েছিল। এবার সরকার পোষিত প্রাথমিক স্কুলগুলিতে ছাত্র ছাত্রীরা যাতে আরও বেশি করে আসে সেকারণে বড় পরামর্শ দিলেন অনুব্রত মণ্ডল।
বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল। সেখানেই তিনি এই বিশেষ পরমর্শ দেন। এমনকী গোটা বিষয়টি তিনি রাজ্যের মুখ্য়মন্ত্রীকেও জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
অনুব্রত মণ্ডল সেই অনুষ্ঠানে জানিয়েছেন, ‘ব্রাত্য বসুকে বলব, কিছু কিছু প্রাইমারি স্কুলে একদমই ছাত্র নাই। …বলব কিছু প্রাইমারি স্কুলকে ইংলিশ মিডিয়াম করে দিতে। এটা করলে মনে হয় খুব ভালো হবে। … প্রাইমারির মান যেমন করে হোক বাড়াতে হবেই। ওটাই মেইন হাতেখড়ি। আমরা ছোটবেলায় বলতাম প্রাইমারি থেকে হাতেখড়ি। ওর মান যাতে উন্নতি হয় …আমি যা বলার বলব, ব্রাত্যকেও বলব। দিদিকেও বলব। ’
মূলত প্রাথমিক শিক্ষার মান উন্নতি ও ছাত্রছাত্রীর সংখ্য়া যাতে বৃদ্ধি পায় এই দুটি বিষয়ের উপর গুরুত্ব দেন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে করণীয় কী সেটাও তুলে ধরেন তিনি। মূলত দুটি উপায়ের কথা জানিয়েছেন অনুব্রত মণ্ডল। একটি হল কিছু প্রাইমারি স্কুলকে ইংলিশ মিডিয়াম করে দেওয়া। সেই সঙ্গেই প্রাথমিক স্কুলগুলিতে যাতে শিক্ষার মান উন্নত হয় সেটাও দেখার জন্য তিনি অনুরোধ করেন। এক্ষেত্রে তিনি বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুরোধ করবেন, তাঁর কাছে প্রস্তাব রাখবেন। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও গোটা বিষয়টি নিয়ে অনুরোধ করবেন বলে জানিয়েছেন।
গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনেকদিন ছিলেন তিহাড় জেলে। সম্প্রতি তিহাড় থেকে ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। দিন কয়েক একটু চুপচাপ ছিলেন। তবে ধীরে ধীরে জেলার বিভিন্ন স্তরে ফের প্রভাব বাড়ছে তাঁর।
এদিকে অনুব্রত জেলার ফেরার পর থেকেই বীরভূমের বিভিন্ন প্রান্তে নতুন করে দলের দ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছিল। তবে সূত্রের খবর, ফের ক্ষমতার রাশ ফিরছে কেষ্ট মণ্ডলের হাতে। সংবাদমাধ্য়মে অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্য়ায় ফোন করেছিলেন। মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম দেখতে বলেছেন। বড়ঞা যেতে বলেছেন। তিনি বলেন ওখানে সবই সংগঠন ভালো রয়েছে।’ তাঁকে প্রশ্ন করা হয়েছিল একসঙ্গে কাজ করার ব্যাপারে…অনুব্রত বলেন, ‘একশবার, একশবার একশবার।’
আর এবার সেই অনুব্রত মণ্ডল প্রাথমিক শিক্ষার মান উন্নতিতেও তাঁর মতামত দিলেন।