বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌‌আমি অনেক খুঁজেছি তোমায়’‌, ৩৭ বছর পর স্বামী–স্ত্রীর মিলন ঘটাল হ্যাম রেডিও

‘‌‌আমি অনেক খুঁজেছি তোমায়’‌, ৩৭ বছর পর স্বামী–স্ত্রীর মিলন ঘটাল হ্যাম রেডিও

স্বামী উমাপদ বাউরি স্ত্রী ভবানী।

কে জানত, ৩৭ বছর পর মিলন হবে উমাপদ– ভবানীর।

হাটে গিয়ে পথ হারিয়েছিলেন ভবানী। তারপর থেকেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তাঁর। অনেক খুঁজেও স্বামী উমাপদ বাউরি পাননি স্ত্রী ভবানীকে। মাঝে কেটে গিয়েছে ৩৭টি বছর। কালের গতিতে ভবানীর দুই মেয়েকে মানুষ করতে দ্বিতীয় বিয়ে করেছিলেন উমাপদ। কারণ তাঁর কাছে শংসাপত্র এসেছিল ভবানী আর পৃথিবীতে নেই। তাই দ্বিতীয় বিয়ে করতে হয় উমাপদকে। কে জানত, ৩৭ বছর পর মিলন হবে উমাপদ– ভবানীর।

হ্যাম রেডিও’‌র মাধ্যমে উমাপদ–ভবানীর দেখা হলেও সংসারে ঘটে জটিলতা। কারণ দ্বিতীয় পক্ষের স্ত্রী রয়েছে। আবার তার মধ্যেই প্রথমপক্ষের স্ত্রীর আবির্ভাব সংসারে সমস্যা তৈরি করে। কিন্তু নিজের চোখে দেখা প্রথম স্ত্রীকে ফিরিয়ে দিতে রাজি হননি স্বামী উমাপদ। বরং চোখের জলে বরণ করে নিয়ে বলেন, ‘তুই, শাঁখাটো এখনও রাখলি বউ!’

শুধু হাতে শাখা নয়, ভবানীর কপালে সিঁদুরও ছিল অটুট। উমাপদ’‌র কথা শুনে কান্না চেপে রাখতে পারলেন না স্ত্রী ভবানী দেবীও। শুধু বললেন, ‘‌আমি অনেক খুঁজেছি তোমায়।’‌ রবিবার এই দৃশ্যেরই সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার বকখালির মানুষজন। ‘হ্যাম রেডিও’ ঘটিয়ে দিয়েছে বিচ্ছেদ থেকে মিলন। চোখে জল কারও থামছে না।

এখন শীত পড়ছে। তাই আকাশের সূর্যটা বিকেলে রক্তিম রং হয়েছিল। আর তাকে সাক্ষী রেখেই উমাপদ– ভবানী আবার এক আকাশের নীচে এলেন। কী করে হারিয়েছিলেন ভবানী?‌ স্মৃতি রোমন্থন করে জানা যায়, বাড়ি থেকে কোনও এক বিকেলে হাটে গিয়েছিলেন। তার পর ফেরার রাস্তা আর খুঁজে পাননি। অনেককে নানা উদাহরণ তুলে ধরেছিলেন, কিন্তু ঠিকানাটা বলতে পারেননি ভবানী দেবী। আর তার খেসারত দিতে হল ৩৭টি বছর। ঝাড়খণ্ডের বোকারো জেলার কুমারদাগার বাসিন্দা ভবানী।

নানা জায়গায় ঘুরে তাঁর আশ্রয়ের জায়গা হয় বকখালিতে। এখানের বাসিন্দা বানেশ্বর নামে এক স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে কাজ করতে শুরু করেন ভবানী। সেখানেই এতদিন ছিলেন ভবানী। এক পর্যটকের দৌলতেই ভবানীর নিখোঁজ হওয়ার খবর পৌঁছয় হ্যাম রেডিও স্টেশনে। আর হ্যাম রেডিও’‌র সদস্য ও সুন্দরবন জেলা পুলিশ ভবানীর পরিচয় জেনে যোগাযোগ করে তাঁর পরিবারের সঙ্গে। স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। তাই ভবানীকে ঘরে ফেরাতে রাজি হচ্ছিলেন না প্রতিবেশীরা। পরে বাউরি সম্প্রদায়ের মুখিয়া কথা বলে রাজি করায়। রবিবার উমাপদ ও প্রতিবেশীরা ভবানীকে নিয়ে যেতে সুন্দরবন পুলিশ সুপারের অফিসে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ সিং বলেন, ‘মহিলাকে বাড়ি ফেরাতে পেরে আমরা আনন্দিত। এই কাজে হ্যাম রেডিও অনেক সহযোগিতা করেছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.