বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda-Kolkata air service: কোচবিহারের পর এবার মালদা থেকে কলকাতা পর্যন্ত শুরু হতে পারে বিমান পরিষেবা

Malda-Kolkata air service: কোচবিহারের পর এবার মালদা থেকে কলকাতা পর্যন্ত শুরু হতে পারে বিমান পরিষেবা

মালদা থেকে কলকাতা পর্যন্ত শুরু হতে পারে বিমান পরিষেবা। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)

সম্প্রতি মালদাতে ওই সংস্থার কর্মীরা পরিদর্শন করে গিয়েছেন। তারা মালদা বিমানবন্দরের ব্যবস্থা, পরিকাঠামো খতিয়ে দেখেন। তারপরেই মালদা থেকে কলকাতা রুটে বিমান পরিষেবা চালুর বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কোচবিহারের পর উত্তরবঙ্গের আরেকটি জেলা সঙ্গে বিমান পথে সংযুক্ত হতে চলেছে কলকাতা। এবার মালদা জেলা থেকে কলকাতায় বিমান পরিষেবা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। কোচবিহারের মতোই মালদা বিমানবন্দর থেকে কলকাতা পর্যন্ত ৯ আসনের ছোট বিমানের পরিষেবা শুরু করা হতে পারে বলে সূত্রের খবর। এই ধরনের বিমান পরিষেবার জন্য একটি সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি মালদাতে ওই সংস্থার কর্মীরা পরিদর্শন করে গিয়েছেন। তারা মালদা বিমানবন্দরের ব্যবস্থা, পরিকাঠামো খতিয়ে দেখেন। তারপরেই মালদা থেকে কলকাতা রুটে বিমান পরিষেবা চালুর বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য পরিবহণ এবং অসামরিক বিমান পরিবহণ দফতরের কর্তারা বৈঠক করবেন। শীঘ্রই এনিয়ে বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। তারপরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মালদা থেকে কলকাতায় বিমান পথে সময় লেগে যাবে এক ঘণ্টা। এর জন্য যাত্রী পিছু তিন থেকে সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি ভাড়া লেগে যেতে পারে। তবে মালদা বিমানবন্দরে কিছু সমস্যা রয়েছে। যার ফলে বিমান ওঠা নামার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে, বড় বিমান ওঠানামার জন্য যে দৈর্ঘ্যের রানওয়ে প্রয়োজন মালদা বিমানবন্দরের রানওয়ে ততটা বড় নয়।

উল্লেখ্য, কলকাতা থেকে কোচবিহারে বিমান পরিষেবা দিচ্ছে ‘ইন্ডিয়া ওয়ান’ নামে আমেদাবাদের একটি বিমান সংস্থা। কলকাতা ছাড়াও জামশেদপুর, ভুবনেশ্বর রুটে বিমান চলাচল করে কোচবিহার থেকে। কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতার জন্য পরিষেবা শুরুর প্রথম ৯ ভাড়া ধার্য করা হয়েছিল ৯৯৯ টাকা। এরপর থেকে এই ভাড়া বাড়িয়ে করা হয় ৩৭৪০ টাকা করে। প্রতিদিন কলকাতা থেকে সকাল ১০:১০-এ বিমানটি সফর শুরু করে। কোচবিহারে পৌঁছয় দুপুর ১২:১০-এ। অর্থাৎ কলকাতা থেকে কোচবিহারে সময় লাগে ২ ঘণ্টা। অন্যদিকে, কোচবিহার থেকে ফের দুপুর সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশ্যে ছাড়ে বিমানটি। সেটি কলকাতায় পৌঁছয় দুপুর ২:২৫-এ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন