বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CPM: লক্ষ্য পঞ্চায়েত ভোট, কালীপুজোর পর বুথে চলো অভিযান শুরু করেছে সিপিএম

CPM: লক্ষ্য পঞ্চায়েত ভোট, কালীপুজোর পর বুথে চলো অভিযান শুরু করেছে সিপিএম

পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে সিপিএম

বিধানসভা ভোটের ফল শূন্য হলেও যে বিভিন্ন কমর্সচিতে তরুণ প্রজন্মের যে সাড়া পাওয়া গিয়েছে তা যথেষ্ট উৎসাহব্যাঞ্জক মনে করছে দল। তাই তরুণ প্রজন্মে আস্থা রেখে পঞ্চায়েত নির্বাচন লড়াই করতে চাইছে আলিমুদ্দিন।

বছর পেরোলেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তাল ঠুকতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই সিপিএমও। গত বিধানসভা ভোটের মতো তরুণ প্রজন্মকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনের ব্লুপ্রিন্ট সাজিয়েছে সিপিএম।

সূত্রের খবর, কালী পুজোর পর থেকে পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে ঝাপিয়ে পড়তে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। বুথে বুথে প্রচার আন্দোলন জোরদার করতে বুথে চলো কর্মসূচি নেওয়া হচ্ছে। সে জন্য বুথ ভিত্তিক দলও তৈরি করা হচ্ছে। এই দলগুলির নেতৃত্বে থাকবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের, দীস্পিতা ধরের মতো তরুণ প্রজন্মের নেতারা।

বিধানসভা ভোটের ফল শূন্য হলেও যে বিভিন্ন কমর্সচিতে তরুণ প্রজন্মের যে সাড়া পাওয়া গিয়েছে তা যথেষ্ট উৎসাহব্যাঞ্জক মনে করছে দল। তাই তরুণ প্রজন্মে আস্থা রেখে পঞ্চায়েত নির্বাচন লড়াই করতে চাইছে আলিমুদ্দিন।

দলের এক নেতার কথায়,' বিরোধী দল হিসাবে এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য না এলে বিরোধী দল হিসাবে নিজেদের জন্য আনা যায় সেটাই অনেক।' রাজ্য ৭৪ হাজারের ও বেশি বুথ রয়েছে। সেই বুথ কর্মী খুঁজে পাওয়া ভার। এই অবস্থায় বুথভিত্তিক সংগঠকে শক্তিশালী করে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চাইছে সিপিএম। এ জন্য তরুণ প্রজন্মকে সামনে রেখে চলছে পরিকল্পনা।

বন্ধ করুন