বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jhargram Bandh: শোভনদেবের মন্তব্যের তীব্র বিরোধিতা, বনধ ডাকল আদিবাসীদের সংগঠন

Jhargram Bandh: শোভনদেবের মন্তব্যের তীব্র বিরোধিতা, বনধ ডাকল আদিবাসীদের সংগঠন

বনধ ডাকল আদিবাসীদের সংগঠন

ঝাড়গ্রাম আদালত চত্বর, জুবলি মার্কেটে–সহ বন্ধ রয়েছে দোকানপাট। বাজার বসেনি। সেভাবে বাস–টোটো–অটো চলতে দেখা যায়নি। অবরুদ্ধ করা হয় রাজ্য এবং জাতীয় সড়ক। কলকাতা–মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কের গজাশিমূলের কাছে পথ অবরোধ করা হয়। বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি মোড়ও অবরোধ করা হয়।

আদিবাসীদের নিয়ে বিধানসভায় মন্তব্য করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাঁর মন্তব্যের জেরে প্রতিবাদে গর্জে উঠল আদিবাসীরা। এমনকী অনির্দিষ্টকালের জন্য বনধ ডাকল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা। আজ, শনিবার ঝাড়গ্রাম –সহ বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, রাজ্য সড়ক অবরোধ করেছে তারা। তার জেরে ঝাড়গ্রামে বন্ধ হয়েছে বেসরকারি বাস পরিষেবা। রাস্তায় এদিন যে সামান্য সরকারি বেরিয়েছিল তাও অবরোধের জেরে আটকে পড়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবাকে। আন্দোলনকারীদের অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসীদের অপমান করেছেন। অবিলম্বে তাঁকে আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। তবেই স্বাভাবিক হবে পরিস্থিতি।

ঠিক কী ঘটেছে ঝাড়গ্রামে?‌ স্থানীয় সূত্রে খবর, আজ শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলাজুড়ে বনধের পরিবেশ দেখা যায়। বন্ধ দোকানপাট। বাজার বসেনি। অবরুদ্ধ রাজ্য এবং জাতীয় সড়ক। এমনকী বন্ধ রয়েছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবাও। রাস্তায় তাই মানুষও বেরিয়েছেন কম। এই পরিস্থিতিতে পড়ুয়ারা আজ স্কুলমুখো হয়নি। আদিবাসীদের ‘পরিযায়ী’ বলে মন্তব্য করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাতেই এমন অবস্থা হয়েছে।

আর কী দেখা গিয়েছে?‌ আজ, শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলাজুড়ে বনধের পরিবেশ দেখা গিয়েছে। ঝাড়গ্রাম আদালত চত্বর, জুবলি মার্কেটে–সহ বন্ধ রয়েছে দোকানপাট। বাজার বসেনি। সেভাবে বাস–টোটো–অটো চলতে দেখা যায়নি। অবরুদ্ধ করা হয় রাজ্য এবং জাতীয় সড়ক। কলকাতা–মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কের গজাশিমূলের কাছে পথ অবরোধ করা হয়। বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি মোড়ও অবরোধ করা হয়। তার জেরে বন্ধ হয়েছে সরকারি–বেসরকারি বাস পরিষেবাও। ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।

কে, কি ঠিক বলছেন?‌ এই মন্তব্যের পর শোভনদেব চট্টোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা ডানগা হাঁসদা। তাঁর হুঁশিয়ারি, ‘‌ক্ষমা না চাইলে বনধ অনির্দিষ্টকাল ধরে চলবে।’‌ গত ২১ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের আলোচনায় আদিবাসীদের ‘পরিযায়ী’ এবং গোর্খাদের ‘বহিরাগত’ বলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার প্রতিবাদ করেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘‌মন্ত্রী ইতিহাসের অপলাপ করছেন।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন