এবার আর ট্যাবের দশ হাজার নয়, আবার যোজনার লক্ষ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুরুল্যার রঘুনাথপুরে। অভিযোগ ২০১৭ – ১৮ সালে ওই পুরসভার এক উপভোক্তার আবাসের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। সম্প্রতি পুরসভার তরফে পাওয়া একটি চিঠির তদন্ত করতে গিয়ে একথা জানতে পারেন তিনি। পুরপ্রধান তরণী বাউড়ি জানিয়েছেন, এই ধরণের অভিযোগ প্রথম পেলেন তিনি।
আরও পড়ুন - কালো কাঁচ ঢাকা গাড়িতে আদালতে সঞ্জয়, রাস্তায় গ্রিন করিডর, মুখ খুলতেই নয়া ব্যবস্থা?
পড়তে থাকুন - সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে,বাংলাদেশে হিন্দু নিপীড়ন প্রতিবাদ সভায় বললেন শুভেন্দু
রঘুনাথপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০১৬ – ১৭ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির আবেদন করেছিলেন তিনি। কিন্তু তালিকায় নাম ওঠেনি তাঁর। তার পর বাড়ি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন দেবাশিসবাবু। সম্প্রতি পুরসভা থেকে তাঁর বাড়িতে একটি চিঠি পৌঁছয়। সেই চিঠিতে দেবাশিসবাবুকে তাঁর আবাস যোজনার অসম্পূর্ণ বাড়ি শেষ করতে অনুরোধ করা হয়। চিঠি পেয়ে খোঁজ খবর করে দেবাশিসবাবু জানতে পারেন, ২০১৭ সালে তাঁর নামে আবাস যোজনার তালিকায় ছিল। সরকারি খাতায় বাড়ি পেয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রাপ্য টাকা চলে গিয়েছে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দফায় দফায় সেই অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা তুলেও নেওয়া হয়েছে।
আরও পড়ুন - আধারে বিশ্বাস নেই মমতার,সেই আধারে ভরসা করেই ট্যাব প্রতারণা রোখার চেষ্টা নবান্নের
এর পর ওই চিঠি নিয়ে পুরসভায় যান তিনি। পুরপ্রধান তরণি বাউড়ির কাছে লিখিত অভিযোগ করেন তিনি। চিঠিতে কে তাঁর নামে আসা টাকা তুলে নিয়েছে তা জানতে তদন্ত দাবি করেছেন তিনি। অভিযোগ পেয়ে পুরপ্রধান বলেন, ‘আমি এই অভিযোগ প্রথম শুনছি। কেউ যদি প্রতারণা করে তাকে খুঁজে বার করা হবে।’ ওদিকে কংগ্রেসের দাবি, পুরসভাই টাকা লোপাট করে দিয়েছে।