বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Indo-Bangladesh trade: দুদিন বন্ধ থাকার পর ভারত- বাংলাদেশের মধ্যে একাধিক স্থলবন্দরে ফের শুরু হল বাণিজ্য

Indo-Bangladesh trade: দুদিন বন্ধ থাকার পর ভারত- বাংলাদেশের মধ্যে একাধিক স্থলবন্দরে ফের শুরু হল বাণিজ্য

দুদিন বন্ধ থাকার পর ভারত- বাংলাদেশের মধ্যে একাধিক স্থলবন্দরে ফের শুরু হল বাণিজ্য

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, দু দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার থেকে এখানে বাণিজ্য শুরু হচ্ছে। দুদেশের সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবারই পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক।

আন্দোলনে জেরে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল। তবে বুধবার থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থলবন্দরে আংশিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদিপুর, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা স্থলবন্দরে পচনশীল পণ্যের বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে বৃহস্পতিবার থেকে রফতানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। তাতে এই সিদ্ধান্ত হয়েছে। 

আরও পড়ুন: ‘‌নয়াদিল্লিতে গিয়েছেন কিছু সময় কাটানোর জন্য’‌, নতুন বার্তা দিলেন শেখ হাসিনা তনয়‌

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, দু দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার থেকে এখানে বাণিজ্য শুরু হচ্ছে। দুদেশের সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবারই পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক। জানা গিয়েছে, গোজাডাঙ্গা হয়ে কিছু কার্গো চলাচল শুরু হয়েছে। এই বন্দরের মাধ্যমে লঙ্কা, হলুদ এবং গমের ভুসি মতো পণ্য বাংলাদেশে রফতানি করা হয়।

এছাড়া, মালদার মাহাদিপুরে ট্রাকগুলিও পণ্য রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে।পশ্চিমবঙ্গের রফতানিকারক সমন্বয় কমিটির সম্পাদক উজ্জল সাহা বলেন, পণ্য রফতানির পর যেসব ট্রাক বাংলাদেশে গিয়েছিল সেগুলি ফিরে আসছে।বুধবার হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদিপুর, ফুলববাড়ি এবং গোজাডাঙ্গার মতো স্থলবন্দর থেকে কিছু পচনশীল পণ্য রফতানি হয়েছে বলে তিনি জানান। আজ থেকে বাণিজ্য পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ভারত বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে সমস্ত স্থল সীমান্তে সংখ্যালঘুদের উপর হামলা ও নিরাপত্তা বাড়ানোর খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ২০২২ -২৩ সালে বাংলাদেশে ভারত ১২.২১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছিল। ২০২৩-২৪ সালে তা কমে ১১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এছাড়া , বাংলাদেশে থেকে ২০২২-২৩ সালে পণ্য আমদানির পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার। তবে গত অর্থবছরে তা কমে ১.৮৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

মূলত বাংলাদেশে ভারতের প্রধান রফতানি করা পণ্যগুলির মধ্যে রয়েছে শাকসবজি, কফি, চা, মশলা, চিনি, মিষ্টি, পরিশোধিত পেট্রোলিয়াম তেল, রাসায়নিক, তুলো, লোহা ও ইস্পাত এবং যানবাহন। অন্যদিকে, ভারতে বাংলাদেশের রফতানি করা সামগ্রী হল টেক্সটাইল এবং পোশাক। 

বাংলার মুখ খবর

Latest News

আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.