বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Uluberia: ‌বাড়ি ফেরার পথে ছেঁড়া তারে জড়াল চাকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Uluberia: ‌বাড়ি ফেরার পথে ছেঁড়া তারে জড়াল চাকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। (প্রতীকী ছবি)

হরিদেবপুর থেকে শুরু হলেই এই ঘটনা এখনও থামেনি। রোজই কোনও না কোনও এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটছে। তাতে উদ্বেগ বাড়ছে। কারণ রাজ্যে বর্ষা এসে গিয়েছে। এর আগে ১৪ জুন, হাওড়া পুরসভার কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল উলুবেড়িয়ায়।

‌হরিদেবপুর–নারকেলডাঙা–রাজাবাজার–বাঁকুড়ার পর এবার হাওড়া। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেই চলেছে। হাওড়ার উলুবেড়িয়ায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। কারখানা থেকে বাড়ি ফেরার পথে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহী যুবকের। সবমিলিয়ে রাজ্যে শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা–সহ চারজনের। উলুবেড়িয়ার মৃত যুবকের নাম সুব্রত মণ্ডল।

ঠিক কী ঘটেছে উলুবেড়িয়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে উলুবেড়িয়ার ৩২ নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই বাতিস্তম্ভ থেকে বেরিয়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার। সেই তার সাইকেলের চাকায় জড়িয়ে যায়। আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক সুব্রত মণ্ডল (‌২৫)‌। সেই অবস্থায় রাস্তায় ২০ মিনিট পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা এলাকার ইলেকট্রিক অফিসে গিয়ে বলার পর মেন সুইচ বন্ধ করা হয়। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ এলাকাবাসীর অভিযোগ, এখানে বেশকিছু জায়গায় বিদ্যুতের তার জোড়াতালি দিয়ে লাগানো হয়েছে। একাধিকবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কাজের কাজ হয়নি। বিদ্যুৎ দফতরের উদাসীনতার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এমনকী এই ঘটনার পর ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, হরিদেবপুর থেকে শুরু হলেই এই ঘটনা এখনও থামেনি। রোজই কোনও না কোনও এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটছে। তাতে উদ্বেগ বাড়ছে। কারণ রাজ্যে বর্ষা এসে গিয়েছে। এর আগে ১৪ জুন, হাওড়া পুরসভার কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার ৩ সপ্তাহের মধ্যে ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ার উলুবেড়িয়ায়।

বন্ধ করুন