বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bhatpara Bomb: আবার ভাটপাড়া থেকে তাজা বোমা উদ্ধার, কিশোরের মৃত্যুর রেশ কাটেনি এখনও

Bhatpara Bomb: আবার ভাটপাড়া থেকে তাজা বোমা উদ্ধার, কিশোরের মৃত্যুর রেশ কাটেনি এখনও

বোমা উদ্ধার (নিজস্ব চিত্র )

ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায় বোমা ফাটে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আর সেখান থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা ফেটে মৃত্যু হয়েছিল একটি শিশুর। অপর একটি শিশু গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

বোমা ফেটে কিশোর মৃত্যুর রেশ এখনও কাটেনি। ভাটপাড়ায় এখনও শোকের ছায়া। এই পরিস্থিতিতে আবার ভাটপাড়া রিলায়েন্স জুটমিল শ্রমিক লাইন থেকে বোমা উদ্ধার হল। আজ, বুধবার সেই বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। কারা, কেন বোমা রাখছে?‌ তার তদন্তে নেমেছে পুলিশ। তবে ভাটপাড়ায় আর কোনও জায়গায় বোমা মজুত আছে কিনা সেটা তল্লাশি করে দেখছে পুলিশ। এদিকে মঙ্গলবারের বোমা ফেটে কিশোর মৃত্যুর ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে। তাদেরকে দফায় দফায় জেরা করছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল ভাটপাড়ায়?‌ ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায় বোমা ফাটে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আর সেখান থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা ফেটে মৃত্যু হয়েছিল একটি শিশুর। অপর একটি শিশু গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। রেললাইনের ধারেই পড়ে থাকতে দেখা যায় আরও একটি তাজা বোমা। পাশ দিয়েই চলতে থাকে ট্রেন। সিআইডি’‌র বম্ব স্কোয়াড তাজা বোমা উদ্ধার করে। এবার আবার ভাটপাড়া থেকে বোমা উদ্ধার হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছে আজকে?‌ আজ, বুধবার নতুন করে বোমা উদ্ধারের ঘটনায় ভাটপাড়ার বাসিন্দারা আতঙ্কিত। কারণ আবার ভাটপাড়া থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। জুটমিল শ্রমিক লাইন থেকে বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। দুষ্কৃতীরা সেখানে কেন বোমা রেখে গেল?‌ সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই বোমা পর পর উদ্ধার হওয়ায় পুলিশ জোর তল্লাশি শুরু করেছে।

বিজেপি ঠিক কী বলছে?‌ আর ভাটাপাড়ায় বোমাবাজিতে কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, বুধবার ইকোপার্কে তিনি বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই শাসকদল এই সব করছে। ‌বাংলার জেলায় জেলায় বোমা, বন্দুকের কারবার চলছে। তাতে মানুষ আতঙ্কিত।’‌

বন্ধ করুন