বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Leopard: ময়নাগুড়িতে চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত গ্রামবাসী, মৃত শিয়ালের পাশে বড় পায়ের ছাপ

Leopard: ময়নাগুড়িতে চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত গ্রামবাসী, মৃত শিয়ালের পাশে বড় পায়ের ছাপ

চিতাবাঘ (Utpal Sarkar)

এই ঘটনার পর সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের রাতে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। জন্তু তাড়ানোর জন্য গ্রামবাসীদের পটকাও বিলি করেছে বন দফতর। সব মিলিয়ে গ্রামে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গোটা এলাকায় তল্লাশি শুরু করছে বন দফতর। 

আবার চিতাবাঘের আতঙ্ক দেখা দিল ময়নাগুড়ি গ্রামে। আজ, শনিবার চিতাবাঘের আতঙ্কে কাবু হয়ে পড়ে গোটা একটা গ্রাম। কারণ আজ সকাল থেকেই চিতাবাঘের হানার আশঙ্কা করছে ময়নাগুড়ির ব্রহ্মপুর গ্রামের বাসিন্দারা। এখানেই মৃত শিয়াল দেখা গিয়েছে। ঠিক তার পাশেই ছিল বড় পায়ের ছাপ। গ্রামবাসীরা বলছেন এটা চিতাবাঘের পায়ের ছাপ।

ঠিক কী ঘটেছে ময়নাগুড়িতে?‌ স্থানীয় সূত্রে খবর, আজ, শনিবার সকালে স্থানীয় বাসিন্দা বীরেন্দ্রনাথ রায় তার বাড়ি সংলগ্ন জমিতে গরু বাঁধতে যান। তখনই সেখানে তিনি একটি মৃত শেয়াল দেখতে পান। সন্দেহ হতে এদিক–ওদিক তাকান। তখন নজরে আসে মৃত শিয়ালের পাশে বড় বড় পায়ের ছাপ। এটা দেখেই তিনি বাকি গ্রামের মানুষজনকে খবর দেন। গ্রামে থাকা মানুষজন এসে নিশ্চিত করেন এটা চিতাবাঘের পায়ের ছাপ।

তারপর সেখানে কী ঘটল?‌ এই ঘটনা দেখে খবর দেওয়া হয় পুলিশ এবং বন দফতরে। এই গ্রামের আশেপাশে অনেক জঙ্গল রয়েছে। কোনও হিংস্র জন্তু রাতে গ্রামে ঢুকে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর সেই জন্তু দিনের বেলায় জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। চিতাবাঘ জাতীয় কোনও প্রাণীর গ্রামে ঢুকে পড়ার কথা উড়িয়ে দিচ্ছে না।

কী বলছে বন দফতর?‌ এই ঘটনার পর সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের রাতে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। জন্তু তাড়ানোর জন্য গ্রামবাসীদের পটকাও বিলি করেছে বন দফতর। সব মিলিয়ে গ্রামে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গোটা এলাকায় তল্লাশি শুরু করছে বন দফতর। বিভিন্ন জঙ্গলে পটকা ফাটিয়ে চলছে তল্লাশি।

বন্ধ করুন