বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Missing poster against Kanchan Malik: উত্তরপাড়ার পর ডানকুনি, কাঞ্চন মল্লিকের নামে আবারও ‘নিখোঁজ’ পোস্টার

Missing poster against Kanchan Malik: উত্তরপাড়ার পর ডানকুনি, কাঞ্চন মল্লিকের নামে আবারও ‘নিখোঁজ’ পোস্টার

কাঞ্চন মল্লিকের নামে সেই নিখোঁজ পোস্টার। নিজস্ব ছবি।

পোস্টারে কাঞ্চন মল্লিকের ছবির নিচে লেখা রয়েছে, ‘নিরুদ্দেশ বিধায়কের সন্ধান চাই।’ তারপরে লেখা রয়েছে, ‘বিধায়কের সন্ধান দিতে পারলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে।’ এছাড়াও, এই পোস্টারের পাশে আরও একটি পোস্টার পড়েছে। সেখানে বিজেপির প্রতীক পদ্ম ফুলের ছবি রয়েছে।

আবারও নিখোঁজ পোস্টার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ফের নিখোঁজ পোষ্টার পড়ল। উত্তরপাড়ার পর এবার ডানকুনি। তৃণমূল বিধায়কের ছবি দেওয়া নিখোঁজ পোস্টারে ছেয়ে যায় ডানকুনি থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, বিজেপি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে।

পোস্টারে কাঞ্চন মল্লিকের ছবির নিচে লেখা রয়েছে, ‘নিরুদ্দেশ বিধায়কের সন্ধান চাই।’ তারপরে লেখা রয়েছে, ‘বিধায়কের সন্ধান দিতে পারলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে।’ এছাড়াও, এই পোস্টারের পাশে আরও একটি পোস্টার পড়েছে। সেখানে বিজেপির প্রতীক পদ্ম ফুলের ছবি রয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, ‘রঘুনাথপুর এলাকাবাসী পানীয় জলের জন্য হাহাকার করছে, শ্রীরামপুর-উত্তরপাড়ার সাংসদের পাত্তা নেই, পঞ্চায়েত নির্বিকার। গোষ্ঠীবাজি ও আখের গোছাতে ব্যস্ত।’ এলাকাবাসীদের একাংশ অভিযোগ করেছেন, বিধায়ককে তারা পাশে পান না। আবার আরেকাংশের দাবি, সপ্তাহে দুদিন বিধায়ক স্থানীয় একটি ক্লাবে বসে এলাকাবাসীর অভিযোগ শোনেন।

এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন বলেন, ‘বিজেপির কোনও কাজ নেই। তাই পোস্টার দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিজেপির নেতাদের ঠিক নেই।’ অন্যদিকে, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক বলেন, ‘উত্তরপাড়ার বিধায়ক শুটিং করতে ব্যস্ত। তাকে মানুষ পাবে কোথা থেকে। রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ। সেখানে উত্তরপাড়ার স্থানীয় বাসিন্দারা কোনওরকম পরিষেবা পাচ্ছে না।

যদিও এ ব্যাপারে তৃণমূল বিধায়ক কাঞ্চনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে তিনি আগেই জানিয়েছিলেন, তিনি সব সময় মানুষের পাশে থাকেন। তিনি এলাকার মানুষের জন্য কাজ করেন। যে এই ধরনের পোস্টার দিচ্ছে তাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছিলেন বিধায়ক।

বন্ধ করুন