বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Shootout: ‌ফের শুটআউট ভাটপাড়ায়, গুলি করে যুবককে খুন, তদন্তে পুলিশ

Shootout: ‌ফের শুটআউট ভাটপাড়ায়, গুলি করে যুবককে খুন, তদন্তে পুলিশ

মৃত যুবকের নাম রোহিত দাস (‌১৮)‌।

শনিবার রাতে জগদ্দলের রেলগেট এলাকায় বন্ধুদের সঙ্গে মদের আসরে যোগ দিয়েছিলেন রোহিত। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে এসে পৌঁছয় ওই যুবক। পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত্যু হয়েছে রোহিতের।

ফের শুটআউটের করে খুনের ঘটনা ঘটল ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। শনিবার সকালেই গুলি করে খুন করা হয়েছিল ইমারতি ব্যবসায়ীকে। আর রাতে ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর রেলগেট সংলগ্ন শান্তিনিবাস পল্লী এলাকায় গুলি করে খুন করা হল আর এক যুবককে। এই পর পর শুটআউটের ঘটনায় এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রোহিত দাস (‌১৮)‌। শনিবার রাতে জগদ্দলের রেলগেট এলাকায় বন্ধুদের সঙ্গে মদের আসরে যোগ দিয়েছিলেন রোহিত। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে এসে পৌঁছয় ওই যুবক। পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত্যু হয়েছে রোহিতের। এই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবার ঠিক কী বলছে?‌ পরিবার সূত্রে খবর, রোহিত দাসকে বাড়ির সামনেই পেটে গুলি করে খুন করে এক দুষ্কৃতী। টিটাগড় জুটমিল কর্মী রোহিত শনিবার রাতে কাজে যাওয়ার নাম করে বেরিয়েছিল। ঠিক বাড়ির সামনে গুলির শব্দ পেয়ে ছুটে যান তাঁর বাবা প্রদীপ দাস। রক্তাক্ত অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

আর কী জানা যাচ্ছে?‌ রোহিতের বাবা প্রদীপ দাস সংবাদমাধ্যমে বলেন, ‘‌মৃত্যুর আগে রোহিত জানিয়েছে তারই বন্ধু করণ যাদব তাকে গুলি করেছে। তবে কী কারণে তাকে খুন করল করণ তা এখনও জানা যায়নি।’‌ পুলিশকে এই তথ্য দেওয়া হয়েছে। এই খুনের ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। সুতরাং পর পর শুটআউটের ঘটনায় অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধ করুন