ফের প্রকাশ্যে এল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও প্রধান জীবন সিংহের হুমকি ভিডিয়ো। সেই হুমকি ভিডিয়োতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কেএলও প্রধান। এর আগেও মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে ভিডিয়ো প্রকাশ করেছিল কেএলও।
কেএলও প্রধান মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে বলেন, ‘উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভাজন করলে বহু রক্ত ঝরতে পারে৷ মৃত্যু হতে পারে অনেকের৷ মহিলা ও শিশু কাউকে রেয়াত করা হবে না।’ এর আগে গত ১৯ জুলাই রাজ্যের পুলিস ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে হুমকি দিয়েছিলেন কেএলও প্রধান৷ ইদানিং ঘনঘন ভিডিয়ো বার্তা সামনে আসছে জীবন সিংহের যা দেখে পুলিসের অনুমান, ওই সব ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি দলে লোক টানার চেষ্টা করছেন৷ ওয়াকিবহাল মহলের মতে, কেএলও-র কার্যকলাপ অনেকটাই স্তিমিত৷ যে কারণে দলে সদস্য সংখ্যা অনেক কমে গিয়েছে৷ যারা আছেন অধিকাংশই অসমের বাসিন্দা৷ খুব অল্পই পশ্চিমবঙ্গের লোক রয়েছে কেএলও-তে৷ লোকবলের অভাবে আগের মতো উত্তরবঙ্গ জুড়ে কেএলও-র দাপট নেই। শুধুমাত্র ভিডিয়ো সামনে এনে নিজেদের অস্তিত্ব বোঝানোর চেষ্টা করছে কেএলও৷
কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে গিয়ে এক জনসভায় গিয়ে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ একটাই। উত্তরবঙ্গ বলে কিছু হয় না। অভিষেকের সেই সভার কিছুদিনের মধ্যে ঘন ঘন হুমকি ফোন আসতে শুরু করেছে কেএলও–এর পক্ষ থেকে। তবে কেএলও–এর সাম্প্রতিক এই সব কর্মকাণ্ড সম্পর্কে নজর রাখছে রাজ্য গোয়েন্দারা।