এবার মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়ির সামনে তাণ্ডব। ভাঙচুরেরও অভিযোগ। তৃণমূলের কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। দলের পদ দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছে, অথচ পদ জোটেনি এই অভিযোগ তুলেই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনার সময় বিধায়ক বাড়িতেই ছিলেন বলে খবর। কয়েকজন লোক লাঠিসোঠা নিয়ে রাতে হামলা চালায় বলে অভিযোগ। টেবিল, বেঞ্চ সব উলটে দেয়।ব্যাপক ভাঙচুরও চালানো হয়ে বলে স্থানীয় সূত্রে খবর।
তবে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে পারেননি। কিন্তু কেন এই বিক্ষোভ? সূত্রের খবর, বিক্ষোভকারীরা জানিয়েছেন কাউকে পঞ্চায়েতের টিকিট, কাউকে দলের পদ দেওয়ার বিনিময়ে টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি করার লোভ দেখিয়ে টাকা তোলা হয়েছে বলে বিক্ষোভকারীদের দাবি। ১ লাখ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত এভাবে আদায় করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু তারপরেও অনেকে পদ পাননি। এর জেরেই ক্ষোভ আছড়ে পড়ে এদিন। গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। টাকা ফেরতের দাবিতে সরব বিক্ষোভকারীরা।
এই ঘটনায় অস্বস্তি বেড়েছে তৃণমূল শিবিরে। তবে রাত পর্যন্ত বিধায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।