প্রচারে বেরিয়ে বিপত্তি। সাংসদ অপরূপা পোদ্দার সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ পুরসভার তৃণমূল প্রার্থী পরিণীতা ঘোষ। সামনেই পুরভোট। সেজন্য একেবারে দল বেঁধে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী। আর তখনই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। বাসিন্দাদের দাবি,বিগতদিনেও কাউন্সিলর ছিলেন পরিণীতা ঘোষ। কিন্তু তিনি এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি। সেকারণেই এদিন তাঁকে সামনে পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীদের সামনে হাতজোড় করে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। এমনকী পরিস্থিতি এমন জায়গায় যায় যে একাধিক বাড়িতে এদিন তৃণমূল প্রার্থীকে দেখে দরজাই খুলতে চাইলেন না বাসিন্দাদের একাংশ। গোটা ঘটনায় ভোটের মুখে স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।
তবে বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, কোথাও কোনও ক্ষোভ নেই। একজন ঘর পাননি। অন্যান্য প্রকল্পের সুবিধা তাঁরা পেয়েছেন। এরা ভোট দিক। এরা বাংলার বাড়ি দিদির কাছ থেকেই পাবেন। এদিকে এলাকায় আইন শৃঙ্খলা অবনতি প্রসঙ্গে তিনি বলেন, আমার নামে অপপ্রচার হচ্ছে। এটা অভয়ারন্য। মানুষ পার্কে, মাঠে, ঘাটে নির্ভয়ে ঘোরে। অন্যদিকে তাঁর বিরোধিতা করে ইতিমধ্যে দলীয় কার্যালয়েও বিক্ষোভ হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন. কিছু অসাধু লোকজন এসব করছে। এগুলো কোনো ব্যাপার নয়।