বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পুরভোট নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, 'মারের বদলে পাল্টা মার হবে'

পুরভোট নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, 'মারের বদলে পাল্টা মার হবে'

অগ্নিমিত্রা পাল। ফাইল ছবি।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, 'কলকাতা পুরভোটে যা হয়েছে ভাববেন না যে আসানসোলেও তাই হবে।

সোমবার ৪ পুরনিগমে ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এরপরেই রাজ্য নির্বাচন কমিশন 'তৃণমূলের হয়ে কাজ করছে' বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এবার পুরভোট নিয়ে তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর কড়া হুঁশিয়ারি, 'মারের বদলা পাল্টা মার হবে।'

একুশের কলকাতা পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে নেতা কর্মীদের মারধর এবং ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিজেপি। তবে আসানসোলে যে তার পুনরাবৃত্তি হবে না তা নিয়েই হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পাল। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, 'কলকাতা পুরভোটে যা হয়েছে ভাববেন না যে আসানসোলেও তাই হবে। যদি তৃণমূল ভাবে ভয় দেখিয়ে, মারধর করে ভোট করিয়ে নেবে তবে তা হবে না। মারের বদলা পাল্টা মার হবে। এখানে আমাদের সংগঠন খুব স্ট্রং।'

প্রসঙ্গত, রাজ্যের মহিলা মোর্চা দায়িত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। কলকাতা জোন এবং দক্ষিণ ২৪ পরগনা জোনের দায়িত্ব রয়েছে তাঁর উপরে। সম্প্রতি তাঁকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দামান ও নিকোবর ভোটের জন্যও বিশেষ দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। সব মিলিয়ে অগ্নিমিত্রা পাল এখন বিজেপির ভরাডুবি অবস্থায় ভরসাযোগ্য নেত্রীদের মধ্যে অন্যতম। আসানসোল পুরনিগমের ভোটে বিজেপির দায়িত্বে রয়েছেন এই বিধায়ক।

তৃণমূলকে এই হুঁশিয়ারি দেওয়ার পরেই সমালোচনার মুখে পড়েছেন বিজেপি নেত্রী। আসানসোলের জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রাকে। তিনি বলেছেন, 'বিজেপি ক্ষমতা দেখাতে আসলে এখানে একটাও বিজেপি কর্মীকে খুঁজে পাবে না। বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে।'

এই হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তৃণমূল নেতৃত্বের নির্দেশ মানা হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, 'আমাদের দলের কর্মীরা যেন কোনও অশান্তির মধ্যে জড়িয়ে না যায় সেটাও আমরা দেখব।'

বন্ধ করুন