বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অখিল গিরির পদত্যাগ চেয়ে বাম - BJPর সঙ্গে মিছিলে হাঁটলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান

অখিল গিরির পদত্যাগ চেয়ে বাম - BJPর সঙ্গে মিছিলে হাঁটলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান

অখিল গিরি 

তিনি বলেন, ‘যিনি ভুল করেছেন তিনি বুঝলেন না। ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী? দেশের সর্বোচ্চ পদের অবমাননা হয়েছে। তার পরেও কেন অখিল গিরির বিরুদ্ধে কোনও পদক্ষেপ কেন করেনি দল?’

রাষ্ট্রপতিকে কুকথা বলায় মমতার মন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবিতে বিজেপি নেতাদের সঙ্গে মিছিলে হাঁটলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। মিছিল শেষে স্পষ্ট বললেন, আগে আমি আদিবাসী, তার পরে দল। এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল নেতৃত্ব।

সোমবার রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে বরখাস্তের দাবিতে পাঁশকুড়ার বেনেগলসা থেকে রাতুলিয়া পর্যন্ত মিছিল করে ‘জয় ভূমিজ, জয় মুন্ডা’ নামে আদিবাসীদের একটি সংগঠন। সেই মিছিলে ছিলেন স্থানীয় বিজেপি নেতারা। মিছিলে দেখা যায় গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি প্রধান কালীপদ মাজিকে। নিজের দলের মন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিলে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে দেখে গুঞ্জন শুরু হয়। মিছিল শেষে কালীপদবাবুকে ঘিরে ধরেন সাংবাদিকরা।

তখন তিনি বলেন, ‘যিনি ভুল করেছেন তিনি বুঝলেন না। ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী? দেশের সর্বোচ্চ পদের অবমাননা হয়েছে। তার পরেও কেন অখিল গিরির বিরুদ্ধে কোনও পদক্ষেপ কেন করেনি দল?’ তাই বলে বাম – বিজেপির সঙ্গে এক মিছিলে? কালীপদবাবু বলেন, ‘এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই। আমি আগে আদিবাসী তার পর তৃণমূল। কাল আমি রাজনীতি না - ও করতে পারি কিন্তু নিজের সমাজের কাছে আমাকে জবাবদিহি করতে হবে।’

দলের পঞ্চায়েত প্রধানের এহেন কাজে চরম অস্বস্তিতে তৃণমূল। দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘দলের নেত্রী যখন ক্ষমা চেয়েছেন তখন দলের নেতার এই আচরণ গ্রহণযোগ্য নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের কিছু মানুষ অখিল গিরির মন্তব্য মেনে নিতে পারছেন না। কালীপদবাবুর শুভবুদ্ধির উদয় হয়েছে। নিজের সমাজের চাপে পড়ে পথে নেমেছেন উনি।’

 

বন্ধ করুন