আইন ভেঙে কৃষি সমবায় সমিতির সভাপতির চেয়ার দখল করায় রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।
পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারীদের দাপটে দীর্ঘদিন কোণঠাসা ছিলেন গিরিরা। শুভেন্দু বিজেপিতে যোগদানের পর অধিকারীদের বিকল্প হিসাবে গিরিদের তুলে আনার চেষ্টা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বারবার সেই চেষ্টায় ধাক্কা খেতে হচ্ছে তাঁকে। গত মাসে রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা বলে দেশজোড়া ধিক্কারের মুখে পড়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। এবার তাঁর ছেলে সুপ্রকাশের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দিল খোদ হাইকোর্ট।
সুপ্রকাশের বিরুদ্ধে অভিযোগ, পূর্ব মেদিনীপুরের কাঁথির দুবলাবাড়ি - ট্যাংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতির পদ দখল করে রয়েছেন তিনি। সমবায়ের নির্বাচিত সদস্য কৃত্তিবাস মাইতিকে গায়ের জোরে সরিয়ে পদ দখল করেছেন তিনি। এই অভিযোগে মামলা দায়ের করে মুকতার আলি নামে এক ব্যক্তি। সেই মামলার শুনানি মঙ্গলবার সুপ্রকাশের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলায় ৩ মাসের মধ্যে পুলিশকে চার্জশিট জমা দিতে বলেছেন তিনি। এমনকী সাদা কালি ব্যবহার করে নির্বাচনে কারচুপি করা হয়েছে কি না ফরেন্সিককে দিয়ে তাও পরীক্ষা করতে বলেছেন বিচারপতি।
আদালতের তরফে জানানো হয়েছে, কোনও কৃষি সমবায়ের সদস্য হতে গেলে সরকারি খাতায় কৃষক হওয়া বাধ্যতামূলক। সঙ্গে যে গ্রামে সমবায়টি অবস্থিত সেই গ্রাম বা তার চারদিকের কোনও গ্রামের বাসিন্দা হতে হবে সেই ব্যক্তিকে। সুপ্রকাশ এর কোনওটিই নন। তবু তিনি মন্ত্রীপুত্র হওয়ায় গায়ের জোরে সমবায় দখল করেছেন বলে অভিযোগ।