বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ছেলে আল কায়েদা জঙ্গি, মানতেই পারছে না কাশ্মীরে গ্রেফতার আমির উদ্দিনের পরিবার

ছেলে আল কায়েদা জঙ্গি, মানতেই পারছে না কাশ্মীরে গ্রেফতার আমির উদ্দিনের পরিবার

ধৃত আমির উদ্দিন ও হাওড়ায় তার বাড়ি

আমির উদ্দিনের মা আনোয়ারা বেগম বলেন, এত বড় একটা অভিযোগ তো দিয়ে দিলেই হবে না। তদন্ত করে প্রমাণ করতে হবে। আমার ছেলে এই ধরণের সংগঠনের সঙ্গে যুক্ত এটা বিশ্বাস হচ্ছে না।

ফাঁসানো হয়েছে তাকে। এমনই দাবি, জম্মু - কাশ্মীরের রামবানে গ্রেফতার আল কায়েদা জঙ্গি আমির উদ্দিনের পরিবারের। ধৃত জঙ্গির মা থেকে পরিবারের সদস্যরা জানাচ্ছেন, কাশ্মীরে কাপড়ের ব্যবসা করত সে। জঙ্গিবাদের সঙ্গে কোনও যোগ নেই তার।

সোমবার জম্মু - কাশ্মীরের রামবান থেকে গ্রেফতার হয় আল কায়েদা জঙ্গি আমির উদ্দিন। তার কাছ থেকে উদ্ধার হয় চিনে তৈরি গ্রেনেড। হাওড়ার সাঁকরাইল ব্লকের মাসিলা পাঠানপাড়ার বাসিন্দা আমির উদ্দিন আল কায়েদা জঙ্গি একথা মানতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে আমিরুদ্দিন চতুর্থ সন্তান। মাদ্রাসায় পড়াশুনো করেছিল সে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ানো ছাড়াও দর্জির কাজ করত। পরে ব্যবসা বড় হলে কাপড় বিক্রি করতে কাশ্মীরে যায়। সেখানেই বিয়ে করে সংসার পাতে। পুজো - পরবে মাঝে মাঝে গ্রামের বাড়িতে ফিরত সে।

আমির উদ্দিনের মা আনোয়ারা বেগম বলেন, এত বড় একটা অভিযোগ তো দিয়ে দিলেই হবে না। তদন্ত করে প্রমাণ করতে হবে। আমার ছেলে এই ধরণের সংগঠনের সঙ্গে যুক্ত এটা বিশ্বাস হচ্ছে না।

পরিবারের অপর সদস্য জাহিরা বেগম জানান, চার বছরের বেশি সময় ধরে সে জম্মু কাশ্মীরে রয়েছে। প্রতিদিন পরিবারের সঙ্গে তাঁর কথা হতো ফোনে। ওখানেই তিনি একটি মাদ্রাসাতে পড়াত। বিয়েও করেছেন কাশ্মীরের বাসিন্দা এক মহিলাকে। যে কোনো পরবে সাঁকরাইলে নিজের বাড়িতে আসত। ছয় মাস আগে বখরি ইদের সময়েও এসে এক মাস ছিল। তিনি বলেন, আমির উদ্দিন কেমন ছেলে সেটা এলাকার বাসিন্দাদের থেকে জিজ্ঞাসা করুন।

আলমগির খান দাবি করেন, তাঁর ভাইকে ফাঁসানো হয়েছে। সে কোনও ভাবেই এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। ঘটনার কথা মঙ্গলবার সকালে তিনি জেনেছেন। ভাইয়ের মোবাইল ফোনে ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কাশ্মীরে তাঁদের কেউ জানাশোনা নেই, যার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত বিবরণ পাবেন। তিনি জানান, আমিরুদ্দিনের স্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হতো না। পাশাপাশি তাঁর ভাইয়ের সঙ্গেও কাজের কথা ছাড়া অন্য কোনও বিষয়ে কথা হতো না বলেই দাবি করেন আলমগির।

মঙ্গলবার সকালে আমিরুদ্দিনের গ্রেফতারির ঘটনা চাউর হতেই এলাকার বাসিন্দারা ভিড় জমান খান পরিবারের বাড়িতে। সম্প্রতি পরিবারটি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা ঘর পেয়েছে। যদিও এলাকাবাসীর কাছে ভালো ছেলে আমিরুদ্দিন আলকায়দার মতো ইসলামিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা শোনার পর থেকে যথেষ্টই অবাক হয়েছেন সকলেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

বাংলার মুখ খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.