ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায় সম্প্রতি ভালুককে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। সেটি যাতে লোকালয়ে ঢুকে ক্ষতি না করতে পারে ও প্রাণীটি যাতে নিরাপদে থাকে সেকারণে বনদফতরের তল্লাশিও শুরু হয়। তবে এবার এনিয়ে সতর্কতামূলক নোটিশ জারি করল বক্সা ব্যাঘ্র প্রকল্প। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, হিমালয়ান কালো ভালুক পথ ভুলে গিয়েছে। এনিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সেই নোটিশ ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়।
প্রাণীটি কেমন দেখতে তারও বিবরণ উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রাণীটি দেখতে কালো লোমযুক্ত, হালকা বাদামি মুখ ও বুকে ফ্য়াকাশে হলুদ বা সাদা অর্ধচন্দ্রাকৃতি দাগ। গড়ে এরা প্রায় ১.৪ থেকে ১.৭ মিটার দৈর্ঘ্যের হতে পারে। এটির ওজন প্রায় ৯০ থেকে ২০০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে।
এর সঙ্গেই উল্লেখ করা হয়েছে, ১) যদি কোনও গ্রামবাসী বা চা বাগানের কর্মচারী এই জাতীয় প্রাণী বা পায়ের ছাপ দেখতে পান তবে বনবিভাগের অফিসে বা থানায় জানাতে হবে।
২) এই পশু যথেষ্ট শক্তিশালী ও বড় ধারালো নখরযুক্ত হয়। কেউ এই পশুর কাছে গিয়ে এটিকে তাড়ানোর চেষ্টা করবেন না। এটি একটি পূর্ণবয়স্ক মানুষ বা গৃহপালিত প্রাণীকে হত্যা করতে সক্ষম।
৩) এই প্রাণীটি সর্বভূক। হাড়িয়া বা দেশি মদের গন্ধে বেশি আকৃষ্ট হয়। এটি মৃত পচনশীল প্রাণীর দেহাবশেষ, ফলমূল খেতে পছন্দ করে। এই জাতীয় বর্জ্য পদার্থ বসতি এলাকায় কাছে না ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
৪) খাবারের খোঁজে প্রাণীটি বাড়িতে প্রবেশ করতে পারে। মৌচাক এটির অত্যন্ত পছন্দের।
৫) রাতে ঘর থেকে বের হওয়ার আগে ঘরের আশপাশ আলো জ্বেলে দেখে নিন।
৬) বনবিভাগের তরফ থেকে প্রাণীটির উদ্ধার অভিযান চালানোর সময় এলাকা খালি রেখে গ্রামবাসীদের বনকর্মীদের সর্বতোভাবে সহযোগিতা করার আবেদন করা হচ্ছে।
মোটের উপর কোনওভাবেই যাতে ভালুককে বিরক্ত করা না হয় ও গ্রামবাসীরা সতর্ক থাকেন সেব্য়াপারে আবেদন জানানো হয়েছে।