বেশ জোরেই আসছিল স্কুটিটি। আচমকাই স্কুটির নীচে দেখা যায় আগুনের ফুলকি। জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকায় ওই স্কুটির নীচে আগুনের ফুলকি দেখতে পেয়ে এক ফুটপাত ব্যবসায়ী চিৎকার করে তাকে সতর্ক করে দেন। এরপরই স্কুটি থেকে নেমে পড়েন ওই যুবক। জল আর বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করা হয়। কিন্তু ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে থাকে স্কুটিটি। এরপর দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছায়। তারাই স্কুটিটির আগুন নেভানোর কাজ করে। কিন্তু ততক্ষণে স্কুটিটি পুড়ে খাক হয়ে গিয়েছে। ঘটনাটি ঠিক কী হয়েছিল?
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকালে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনের রাস্তা দিয়ে জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়কের দিকে আসছিল স্কুটিটি। আচমকাই পুরাতন পুলিশ লাইন মোড়ে এক ব্যবসায়ী দেখেন স্কুটির নীচে আগুন জ্বলছে। বিপদ বুঝেই স্কুটি থামিয়ে দেন ওই যুবক। পরে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও আগুন নেভেনি। প্রকাশ্য রাস্তায় দাউ দাউ করে জ্বলতে থাকে স্কুটিটি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
স্থানীয় ব্যবসায়ী গণেশ মণ্ডল বলেন, ছেলেটা আসছিল। আমি বললাম ভাই তোর গাড়িতে আগুন লেগে গিয়েছিল। এরপর এক বোতল জল ঢালা হল। তারপর বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তারপরেও আগুন নেভেনি। এরপর ছেলেটা ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর দমকল ঘটনাস্থলে আসে। তারাই আগুন নেভায়। কিন্তু কীভাবে আগুন জ্বলেছিল সেটা ঠিক বোঝা যাচ্ছে না।
এদিকে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। দমকল আধিকারিক রবীন রায় জানিয়েছেন, মনে হচ্ছে গাড়িটাতে কোনওভাবে সর্ট সার্কিট হয়ে গিয়েছিল। তার জেরেই আগুন ধরে যায়। গাড়িটির তেলের ট্যাঙ্কেও আগুন ধরে যায়। তবে এর আগেও জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা হয়েছে। ইলেকট্রিক গাড়িতে এই ধরনের ঘটনা হতে পারে।
এদিকে বাসিন্দাদের দাবি, স্কুটির মালিকের খোঁজ চলছে। তবে স্কুটিতে এভাবে আগুন ধরে যাওয়ার ঘটনা সেভাবে শোনা যায় না। ই-স্কুটারে অনেক সময় সর্ট সার্কিট হয়ে আগুন লাগার নজির রয়েছে। জলপাইগুড়িতেও একাধিকবার এই ধরনের ঘটনা হয়েছে। তবে ফের একই ধরনের ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।