হ্যাক করা হল আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট। রিপোর্টে দাবি করা হল, আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট খুললেই সেখানে পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছে। এরই সঙ্গে রয়েছে হুমকি। অবশ্য তাতে একাধিক বানান ভুল। এই ঘটনার পর ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে বিষয়টি জানানো হয়। জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবকেও জানানো হয় হ্যাকিংয়ের কথা। তিনি কার্যালয়ে গিয়ে খতিয়ে দেখেন বিষয়টি। তবে তিনি জানান, এই হ্যাকিংয়ের ঘটনায় অপরাধের প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। এদিকে এই হুমকি বার্তা ভুয়ো নাকি এর নেপথ্যে পড়শি দেশের অপরাধমূলক হ্যাকারদের হাত আছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ আদৌ এই ঘটনার তদন্ত করবে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
রিপোর্টে জানা যায়, গতকাল আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার বিভাগ খুলতেই স্ক্রিনে ভেসে উঠছিল পাকিস্তানের পতাকা। এর সঙ্গে ভুল বানানে ভর্তি বার্তায় লেখা হয়েছিল - ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার স্বপ্ন অধরাই থাকবে ভারতের। কারণ পাকিস্তান নাকি হ্যাক করে বারবার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে। এই বার্তার মাথার ওপরে নাম ছিল - 'হ্যাজার্ডাস সাইবার টিম'-এর। আর দাবি করা হয়, হ্যাকিং করেছে - Overthrash1337 নামক ব্যবহারকারী।
এদিকে এই হ্যাকিং বার্তা নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি নিয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সংবাদমাধ্যকে বলেন, 'বার্তায় দেখা গিয়েছে, ওয়েবসাইটটা পাকিস্তান হ্যাক করেছে। তবে এর জেরে আমাদের কোনও ক্ষতি হয়নি। এছাড়া অপরাধমূলক কোনওকিছু ঘটেছে বলেও প্রমাণ পাইনি এখনও। ওয়েবসাইটটি যারা দেখাশোনা করে, সেই সংস্থাকে বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছে।' এদিকে এভাবে ওয়েবসাইট হ্যাক করে পাকিস্তানের নামে হুমকি দেওয়ার ঘটনায় কোনও পদক্ষেপ গ্রহণ না করায় প্রশ্ন উঠছে, ধোঁয়াশা বাড়ছে।