বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Alipurduar: জেলা ঘোষণার ৮ বছর পরেও নেই জেলা আদালত! আলিপুরদুয়ারে কাজ খতিয়ে দেখতে হাইকোর্টের বিচারপতি

Alipurduar: জেলা ঘোষণার ৮ বছর পরেও নেই জেলা আদালত! আলিপুরদুয়ারে কাজ খতিয়ে দেখতে হাইকোর্টের বিচারপতি

আলিপুরদুয়ারে জেলা আদালতের কাজ খতিয়ে দেখছেন বিচারপতি রবিকিষান কাপুর। নিজস্ব ছবি

হাইকোর্টের তরফে এর আগে বেশ কয়েকবার আলিপুরদুয়ার জেলা আদালত তৈরির কাজ খতিয়ে দেখেছেন আধিকারিকরা। এদিন আলিপুরদুয়ার জেলা আদালতের বিভিন্ন কাজ পরিদর্শন করার পাশাপাশি সবকিছু খতিয়ে দেখেন। আগামী এক মাসের মধ্যে আলিপুরদুয়ার জেলা আদালতের কাজকর্ম শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সরকারী আইনজীবী সুহৃদ মজুমদার।

আলিপুরদুয়ার একটি পৃথক জেলা হয়েছে ৮ বছর হল। কিন্তু, এখনও পর্যন্ত এখানে কোনও জেলা আদালত নেই। যার ফলে আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে জেলার বাসিন্দাদের। এই অবস্থায় দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ারে জেলা আদালত করার দাবি জানিয়ে আসছেন জেলার বাসিন্দা এবং আইনজীবীরা। সেই মতোই আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে জেলা আদালত। ইতিমধ্যেই সেই কাজ শেষের দিকে। আজ আলিপুরদুয়ার জেলা আদালত তৈরির কাজ খতিয়ে দেখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবিকিষান কাপুর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যেই আলিপুর জেলা আদালত চালু হয়ে যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

হাইকোর্টের তরফে এর আগে বেশ কয়েকবার আলিপুরদুয়ার জেলা আদালত তৈরির কাজ খতিয়ে দেখেছেন আধিকারিকরা। এদিন আলিপুরদুয়ার জেলা আদালতের বিভিন্ন কাজ পরিদর্শন করার পাশাপাশি সবকিছু খতিয়ে দেখেন। আগামী এক মাসের আলিপুরদুয়ার জেলা আদালতের কাজ কর্ম শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সরকারী আইনজীবী সুহৃদ মজুমদার। তিনি বলেন, ‘আজ বিচারপতি রবিকিষান কাপুর পরিদর্শন করে গেলেন। খুব তাড়াতাড়ি জেলা আদালত চালু হচ্ছে। আলিপুরদুয়ার পূর্ণাঙ্গ জেলা। কিন্তু জেলা আদালত এখনও চালু না হওয়ায় বিভিন্ন আইনি পরিষেবা পাওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা জেলা আদালত চালুর দাবিতে এর আগে আন্দোলন করেছি।’

আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা হওয়া সত্ত্বেও এখনও এখানে জেলা আদালত গঠন হয়নি। তবে এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ১, ২ এবং ৩, এসিজিএম ১ ও ২, অ্যাসিটেন্ট সেসন জজ, ফাস্ট ট্রাক কোর্ট ১ ও ২, সিভিল আদালত এবং ক্রেতা সুরক্ষা আদালত সহ ১০টি আদালত আছে। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনে আছেন ৩০০ জনের বেশি আইনজীবী।

আদালত সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের এই আদালতগুলিতে স্বাভাবিক সময়ে প্রতিদিন কমবেশি দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে প্রায় ২০০ থেকে ৩০০টি মামলা দাখিল হয়। দ্রুত সেগুলি বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু, জেলা আদালত চালু না হওয়ায় এখনও এই জেলার বাসিন্দাদের জলপাইগুড়ি ছুটতে হয়। 

প্রশাসনিক সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলা আদালতের স্থায়ী পরিকাঠামো গড়তে ৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ওই টাকায় জি প্লাস সিক্স ক্যাটাগরির ৭ তলা বিল্ডিং তৈরি হচ্ছে। সেখানেই আলিপুরদুয়ার জেলার আইন সংক্রান্ত সব ধরনের কাজ হবে বলে জানানো হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score