মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। আজ, শুক্রবার কর্তব্যরত অবস্থায় একটি ১৬ চাকার ট্রলার পিষে দিয়ে চলে যায় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন তিনি। তখনই পথ দুর্ঘটনায় মারা যান ওই সিভিক ভলান্টিয়ার। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায়। জাতীয় সড়কের উপর কর্মরত ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে। ক্ষোভ দেখায় সাধারণ মানুষজনও।
পুলিশ সূত্রে খবর, নিহত ওই সিভিক ভলান্টিয়ারের নাম বিশ্বজিৎ গোস্বামী। আজ তিনি আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন বিশ্বজিৎ। তখন ওই ১৬ চাকার একটি ট্রলার তাঁকে ধাক্কা মারে। তারপর ওই অবস্থাতেই তাঁকে পিষে দিয়ে চম্পট দেয়। পিছন থেকে ধাক্কা মারায় কিছু করতে পারেননি বিশ্বজিৎ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ট্রলারের চালক মদ্যপ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কেন এমন পথ দুর্ঘটনা ঘটল? সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে দুপুরে ওই ঘাতক ট্রলার এবং চালককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: জঙ্গিদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বাংলাদেশে! ১৭৪ জঙ্গি মুক্তি পেয়েছে ইউনুসের চার মাসের রাজত্বে
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে শামুকতলা থানার সলসলাবাড়ি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ গোস্বামী। তখন অসম থেকে আসা শিলিগুড়িগামী হরিয়ানার একটি ১৬ চাকার ট্রলার ওই রাস্তা দিয়ে আসছিল। বিশ্বজিৎ গোস্বামীকে ওই ট্রলার পিছন থেকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। আর ট্রলারটি তড়িঘড়ি ওখান থেকে পালানোর জন্য সিভিক ভলান্টিয়ারকে পিষে দিয়ে চলে যায়। তড়িঘড়ি ওই সিভিক ভলান্টিয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর খবর দেওয়া হয় পুলিশকে।
এছাড়া এই পথ দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ৯টা নাগাদ। ওই মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ঘাতক ট্রলারটিকে ধরার চেষ্টা করা হয়। কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ গোস্বামীকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ওই চালক ও সহ–চালককে গ্রেফতার করে। মৃত ওই সিভিক ভলান্টিয়ার এলাকারই বাসিন্দা। এই পথ দুর্ঘটনার জেরে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।