এবার সমস্যা মিটতে চলেছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের। কারণ এখানে কোনও স্থায়ী উপাচার্য ছিল না। তার জেরে নানা প্রশাসনিক কাজ থমকে ছিল। আবার আটকে যায় বহু কাজও বলে অভিযোগ। এবার তা আর হবে না যেহেতু শীঘ্রই স্থায়ী উপাচার্য পাচ্ছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। এখানে স্থায়ী উপাচার্য হিসাবে যোগ দিতে চলেছেন অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎকুমার চৌধুরী। এই মর্মে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এই স্থায়ী উপাচার্য যোগ দিলেই মিটে যাবে যাবতীয় সমস্যা বলে মনে করা হচ্ছে।
এই স্থায়ী উপাচার্য কবে যোগ দেবেন সেটার দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। স্থায়ী উপাচার্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। সেখানে সব শান্তিপূর্ণভাবেই চলছে। এবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য যোগ দিলে সমস্যা মিটে যাবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডঃ কুমার বাসনেট বলেন, ‘আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের নোটিফিকেশন হয়েছে। স্থায়ী উপাচার্য হিসাবে খুব তাড়াতাড়ি কাজে যোগ দেবেন সরিৎকুমার চৌধুরী।’
আরও পড়ুন: বড়দিনের প্রাক্কালে কলকাতায় ঢুকল কোকেন–সহ প্রচুর নিষিদ্ধ মাদক, দু’জন গ্রেফতার
এদিকে ২০১৮ সালে রাজ্য বিধানসভায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে আইন পাশ হয়েছিল। তারপর ২০২০ সালের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়। কিন্তু আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিকাঠামো তৈরি করার জন্য অর্থ বরাদ্দ হয়নি। শিক্ষক–শিক্ষিকার উন্নতি ঘটেনি। বদলি এবং অবসর করার পর নানা সমস্যা দেখা দেয়। সেখানে স্থায়ী উপাচার্য থাকলে এইসব প্রশাসনিক কাজে সমস্যা হবে না।
অন্যদিকে এই বিশ্ববিদ্যালয়ে আজও অধ্যাপক এবং শিক্ষাকর্মী নিয়োগ হয়নি। এখানে চালু হয়নি হোটেল ম্যানেজমেন্ট, টি–ট্যুরিজম এবং ফরেস্ট্রি–সহ চারটি প্রস্তাবিত কোর্স। এখানে অস্থায়ী উপাচার্য, একজন অস্থায়ী ফিনান্স অফিসার এবং একজন অস্থায়ী স্পেশাল অফিসার দিয়ে কাজ চলছে। এখানে স্থানীয় চারটি আঞ্চলিক ভাষার পঠনপাঠনের প্রস্তাব নেওয়া হয়েছিল। যা এখনও বাস্তবায়িত হয়নি। এখানে অস্থায়ী উপাচার্য হিসাবে রয়েছেন রাজ্যপাল মনোনীত রথীন বন্দ্যোপাধ্যায়। তবে এবার আসতে চলেছে স্থায়ী উপাচার্য।