বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বঙ্গভঙ্গের বিরোধিতার জের? আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ

বঙ্গভঙ্গের বিরোধিতার জের? আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ

আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ তক্রবর্তী (ছবি : ফেসবুক)

আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী অভিযোগ করলেন, তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে।

ভোটের পরেও হিংসা জারি থাকার অভিযোগ করে এসেছে বিজেপি। অভিযোগের তির সবক্ষেত্রেই তৃণমূলের দিকে। তবে এবার বিজেপির দিকে আঙুল তুলে হিংসার অভিযোগ তৃণমূলের। অভিযোগ করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। সৌরভের অভিযোগ, তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। এবং তাঁর দাবি যে সেই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সৌরভের অভিযোগ এই ঘটনায় আতঙ্কাত তাঁর মা সুচেতা চক্রবর্তী। আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা।

এই ঘটনা প্রসঙ্গে সৌরভ সংবাদমাধ্যমকে জানান, রবিরার রাতে তিনি দলীয় কর্মসূচিতে নকশালবাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সেদিন রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে কয়েকজন দুষ্কৃতী। ভাঙের বাড়ির জানলা। বেশ কয়েকজন দুষ্কৃতী নাকি বাড়িতে ঢোকার চেষ্টাও করে। পরে তাঁর মায়ের চিৎকারে ছুটে আসে নিরাপত্তারক্ষীরা। তখন ছুটে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মঙ্গলবার বাড়ি ফিরে পুলিশের কাছে এই ঘটনা প্রসঙ্গে অভিযোগ দায়ের করেন সৌরভবাবু।

এই হামলার বিষয়ে জন বারলাকে তোপ দেগে সৌরভবাবু বলেন, 'আমি কারোর ধমকে ভয় পাই না। আমি জানি কেন আমার বাড়িতে হামলা চালানো হয়। বিজেপি সাংসদ জন বারলা বাংলা ভাগের দাবি তুলেছেন। তবে যে যাই বলুক, বাংলা ভাগ হতে দেব না। বাংলা ভাগে কথা যাঁরা বলবেন, তাঁদের ঝাড়ু মেরে বিদায় করব।'

তিনি আরও বলেন, 'দুই দিন আগেই আমি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে মুখ খুলেছিলাম। তাতেই অনেকেরগায়ে জ্বালা ধরেছিল। তারাই এসব করিয়েছে কি না, কে জানে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। তাঁরা তদন্ত করে দেখবেন।' এদিকে এই হামলার দায় অস্বীকার করেছে বিজেপি। আলিপুরদুয়ারে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের পালটা অভিযোগ, এটা প্রশাসনের ব্যর্থতা। এর থেকে বোঝা যায়, পশ্চিমবঙ্গের আইনশৃ্ঙ্খলার অবস্থা।

 

বাংলার মুখ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.