বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri: তৃণমূল পরিচয় দিয়ে চিকিৎসা করাতে গিয়ে হেনস্থা রোগিনীকে, কাঠগড়ায় চিকিৎসক

Jalpaiguri: তৃণমূল পরিচয় দিয়ে চিকিৎসা করাতে গিয়ে হেনস্থা রোগিনীকে, কাঠগড়ায় চিকিৎসক

চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। প্রতীকী ছবি। (HT_PRINT)

জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসক শিবাজী রায়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন সেচ দফতরের অস্থায়ী কর্মী পূজা সাহানী। তার অভিযোগ, তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালে দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছিলেন।

রাজনৈতিক পরিচয় দিয়ে চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার হলেন রোগী। দুর্ব্যবহারের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি জলপাইগুড়ি সদর হাসপাতালের। তৃণমূল কর্মী এক রোগী চিকিৎসককে জানিয়েছিলেন তিনি তৃণমূল করেন তাই তাকে আগে দেখে দিতে হবে। এমন কথা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান চিকিৎসক। তিনি রোগীকে চেম্বার থেকে ধাক্কা দিয়ে বের করে দেন বলে অভিযোগ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসক শিবাজী রায়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন সেচ দফতরের অস্থায়ী কর্মী পূজা সাহানী। তার অভিযোগ, তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালে দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তখনই কর্তব্যরত চিকিৎসক শিবাজী রায় তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে ধাক্কা মেরে চেম্বার থেকে বাইরে বের করে দেন। রোগিনী বলেন, ‘আমি ছোট থেকেই ওনাকে চিনি। উনিও আমাকে চেনেন। তবে আমি তৃণমূল করি বলে ওনার রাগ। উনি মনে করেন তৃণমূল আমাকে চাকরি দিয়েছে। যখনই ওনাকে দেখাতে আসে তখনই উনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আর এবার দেখাতে আসার পর উনি আমাকে চেম্বার থেকে ধাক্কা মেরে বের করে দেন।’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক শিবাজী রায়। তিনি বলেন, ‘কে বিজেপি করে বা কে সিপিএম বা তৃণমূল সেটা আমার কাছে কোনও বিষয় না। আমার কাছে সব রোগীই সমান কেউ যদি দলের নাম করে আগে চিকিৎসা করাতে চান তাহলে সেটা আমি মেনে নিতে পারব না। ওই রোগী নিজেকে রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে আগে চিকিৎসার পরিষেবা পেতে চাইছিলেন। শুধু তাই নয়, তিনি অপারেশন থিয়েটারেও ঢুকে পড়েছিলেন। তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তাতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি দুঃখিত।’

বন্ধ করুন