দোকান বসানোকে কেন্দ্র করে ঝামেলা। তার জেরে দোকানদারদের মারধরের অভিযোগ উঠল কাউন্সিলারের অনুগামীদের বিরুদ্ধে। দক্ষিণ দমদম পুরসভার সুভাষ নগরে এই অভিযোগ উঠেছে। পাল্টা অনুগামীদের মারধরের অভিযোগ তুলেছেন কাউন্সিলর। আজ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, সুভাষ নগরের এস পাল মাছ বাজারে আজ বেলা ১২ টা নাগাদ দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা দেবনাথের স্বামী অভি দেবনাথের নেতৃত্বে স্থানীয় দোকানদারদের মারধর করা হয়েছে। এই ঘটনায় আক্রান্ত দোকানদার প্রিয়াঙ্কা দাস বলেন, ‘আমি দাঁড়িয়েছিলাম। তখনই কয়েকজন এসে আমার মারধর করতে শুরু করে। আমার হাতে মোবাইল ছিল। মোবাইলটি তারা ছিনিয়ে নিয়েছে।’ কাউন্সিলরের স্বামী ছাড়াও আরও বেশ কয়েকজন ছিল বলে তার অভিযোগ। পাশাপাশি আরও স্থানীয় এক মুরগির ব্যবসায়ীকেও মারধর করা হয়েছে।
যদিও কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘বাড়িওয়ালার আপত্তি সত্ত্বেও সেখানে দোকান বসানো হয়েছিল। বাড়িওয়ালার কাছে অভিযোগ পেয়ে তাকে উঠে যেতে বলা হয়েছিল। তা সত্ত্বেও তিনি উঠে যাননি। তাই আমাদের মেয়েরা আজ গিয়েছিল। তখন দোকানদারের বাবা মদ্যপ অবস্থায় আমাদের মেয়েদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। ওদের গলার হার ছিনিয়ে নিয়েছে। তাদের মারধরও করেছে।’ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। দুপক্ষই দমদম থানায় অভিযোগ দায়ের করেছে।