বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্বামী। তার প্রতিবাদ করায় ভয়ঙ্কর পরিণতি হল গৃহবধূর। গলায় ফাঁস দিয়ে গৃহবধূকে খুন করল স্বামী। এমনই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বসিরহাটের হাড়োয়া থানা এলাকার আটপুকুর গ্রামে। এই ঘটনায় হাড়োয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর পরিবার। এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে গৃহবধূর স্বামী। অভিযোগ পাওয়ার পর হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম জাহানারা বিবি (৩৪)। অভিযুক্ত স্বামীর নাম আজিম আলি মোল্লা। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ২০ বছরের। অভিযোগ, সম্প্রতি একটি মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছিলেন আজিম। এমনকি তারা দুজনে একটি ঘর ভাড়া করে থাকছিল বলেও জানতে পেরেছিলেন তার স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা জানান, আজ সকাল ছ'টা নাগাদ খবর পাওয়ার পরেই মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তারা মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।
তাদের অভিযোগ, জাহানারাকে গলায় কিছু একটা দিয়ে ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। যদিও গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা জানান, জাহানারা হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে জাহানারার শশুড়বাড়ির এই দাবিকে একেবারেই মানতে রাজি নন তার বাপের বাড়ির সদস্যরা। তাদের দাবি, প্রথমে গলায় কিছু জড়ানো হয়েছে তারপরে মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে। তার গলায় কোনও কিছুর ফাঁস লাগানোর দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে অচৈতন্য অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ বসিরহাট জেলা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামীর শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা।