বিজেপি কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শালিনী ডালমিয়াকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোনে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এর ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এফআইআর রুজু করেছে। কে বা কারা এই হুমকির সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ' স্ত্রীকে' ল্যাম্পপোস্টে বাঁধার নিদান! দিলীপের কথায় গোঁসা কাউন্সিলরের স্বামীর
কাউন্সিলরের অভিযোগ, গতকাল রাতে অজ্ঞাত পরিচয় একটি নম্বর থেকে ফোন করে এক ব্যাক্তি প্রথমে তাকে কটুক্তি এবং গালিগালাজ করে। পরে তাকে খুনের হুমকি দেয়। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন করার পাশাপাশি মোবাইলে একটি মেসেজও পাঠানো হয় বলে অভিযোগ কাউন্সিলরের। শালিনী ডালমিয়া জানান, ‘আমি এলাকার কাউন্সিলর। তাই মানুষের প্রয়োজনে রাত অবধি ফোন খোলা রাখি। সেই সময় অজ্ঞাত পরিচয় একটি নম্বর থেকে ৪-৫ বার ফোন আসে। ফোনে আমাকে গালিগালাজ করেন ওই ব্যক্তি। পরে সকালে উঠে দেখি আমাকে খুব বাজে ভাষায় প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একটি মেসেজ পাঠানো হয়েছে।’
এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত? কী কারণেই ব খুনের হুমকি তা জানা নেই কাউন্সিলরের। তিনি বলেন, ‘আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও শত্রুতা নেই। চক্রান্ত নাকি রাজনৈতিক উদ্দেশ্যে এই হুমকি সে বিষয়ে আমার কিছু জানা নেই।’ খুনের হুমকি পাওয়ার পরে আজ শিলিগুড়ি থানায় গিয়ে নালিশ জানান শালিনী ডালমিয়া। তার সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা। এখন এই ঘটনায় কারা জড়িত তা এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।