বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Group clash in Howrah: ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তি, চলল গুলি, আহত অনেকে

Group clash in Howrah: ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তি, চলল গুলি, আহত অনেকে

হাওড়ায় বোমাবাজি। প্রতীকী ছবি

প্রতিবছর ওই গ্রামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় সেখানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তা দেখতে ভিড় জমিয়েছিল আশেপাশের গ্রামের মানুষ। রাত ২টো অবধি চলে ফুটবল খেলা। তারপরেই ঘটে বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সন্ধ্যা থেকে সব ঠিকই ছিল।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়াল। চলল গুলি, বোমাবাজি। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার পাঁচলার গোবিন্দপুর গ্রাম। এছাড়া উদ্ধার হয়েছে ৫ থেকে ৬টি তাজা বোমা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভরতি করে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর ওই গ্রামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় সেখানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তা দেখতে ভিড় জমিয়েছিল আশেপাশের গ্রামের মানুষ। রাত ২টো অবধি চলে ফুটবল খেলা। তারপরেই ঘটে বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সন্ধ্যা থেকে সব ঠিকই ছিল। কিন্তু, রাত ২ টো নাগাদ ফুটবল খেলা শেষে উত্তেজনা ছড়ায়। আচমকাই এক পক্ষ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে একে অপরের উপর হামলা চালায়। এলাকায় বোমাবাজিও হয় বলে অভিযোগ। শুধু তাই নয় দুপক্ষের অশান্তিতে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চলে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য সেখানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

কী কারণে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধল তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় এক যুবক জানান, খেলা শেষ হয়ে যাওয়ার পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে দিয়ে চলে বোমাবাজি। ঘটনায় অনেকে আহত হয়েছে। যদিও এদিনের অশান্তির সঙ্গে খেলার কোনও যোগ নেই বলেই দাবি করেছেন এলাকার এক বাসিন্দা। তার বক্তব্য, পুরনো শত্রুতার জেরে ঝামেলা হয়েছিল। খেলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন